বুধবার (২৭ আগস্ট) বিকেলে বন্দর উপজেলার কুঁড়িপাড়া স্কুল মাঠ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কাঁচপুর নৌ ফাঁড়ি পুলিশ।
সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুল মাবুদ।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে কুঁড়িপাড়া স্কুল মাঠ সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে মাথাবিহীন এক যুবকের লাশ ভেসে ওঠে। পরে আশপাশের লোকজন বিষয়টি থানা পুলিশকে জানায়। খবর পেয়ে বিকেলে কাঁচপুর নৌ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, দুপুরে মাথাবিহীন এক যুবকের মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে নৌ পুলিশকে জানানো হয়। পরবর্তীতে কাঁচপুর নৌ ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টাসহ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে পদ্মায় অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার
এ বিষয়ে কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুল মাবুদ সময় সংবাদকে বলেন, ‘থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে আমরা বিকেলে মরদেহ উদ্ধার করি। পরে মরদেহের সুরতহাল করেছি। মরদেহটি মাথাবিহীন ছিল এবং দুই হাতে আঘাতের ক্ষত চিহ্ন রয়েছে। ওই যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর হবে। তার পরনে সাদা রঙের স্যান্ডো গেঞ্জ ও জিন্স প্যান্ট রয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যার পর মরদেহটি নদীতে ফেলে গেছে। আমরা তার পরিচয় শনাক্তের জন্য ডিএনএ ও ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ সহ বিভিন্নভাবে চেষ্টা করছি। এ ঘটনায় হত্যা মামলা হবে।’
]]>