শিশুখাদ্যে ভেজাল দেয়া আর শিশু হত্যা একই অপরাধ: ক্যাব সভাপতি

৩ দিন আগে
শিশুখাদ্যে ভেজাল দেয়া আর শিশু হত্যা একই ধরনের অপরাধ বলে মন্তব্য করেছেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে রংপুর নগরীর শিক্ষাঙ্গণ স্কুলে শিক্ষার্থীদের নিয়ে গঠিত নাইস নিউট্রিশন, পুষ্টিকর খাদ্য বিষয়ক মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

ক্যাব সভাপতি বলেন, শিশু খাদ্যসহ সব ধরনের খাদ্যে ভেজাল রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরসহ স্থানীয় প্রশাসন এক হয়ে কাজ করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। শিশু খাদ্যে ভেজাল দেয়া আর শিশু হত্যা একই ধরনের অপরাধ।

 

আরও পড়ুন: শুধু ফি আদায়ের সংস্থা নয়, বিএসটিআইকে ব্যবসাবান্ধব হওয়ার পরামর্শ ক্যাবের

 

ব্যবসায়ীদের চূড়ান্ত নৈতিক অবক্ষয়ের কারণে খাদ্য ভেজাল কমানো যাচ্ছেনা ‍উল্লেখ করে তিনি বলেন, অসাধু ব্যবসায়ীদের কারণে খাদ্যে ভেজাল দেয়ার জাতি হিসেবে আমরা এখন চ্যাম্পিয়ন। তাই ভোক্তাদের গণসচেতনতা এখন সময়ের দাবি।

 

তিনি আরও বলেন, দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাষ্ট্রের সব পর্যায়ের সংস্থার সমন্বয়ে কাজ করছে ক্যাব। স্বাস্থ্যকর খাবার পেতে নিরাপদ খাদ্য উৎপাদনে সবাইকে মনোযোগী হতে হবে।

 

এসময় ইউএসডিও, স্যাফসহ ক্যাবের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন