শিশুকে নির্যাতনের পর বস্তায় ভরে নদীতে ফেলছিলেন তারা

২ দিন আগে
মোবাইল চুরির অভিযোগে মাজেদুর রহমান নামে ১৪ বছরের এক শিশুকে নির্যাতনের পর মেরে ফেলার উদ্দেশ্যে বস্তায় ভরে নদীতে ফেলে দেয়ার সময় হাতেনাতে ২ জনকে আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। পরে পুলিশ খবর পেয়ে দুই ব্যক্তিকে থানায় নিয়ে যায়।

উদ্ধার শিশুটি দিনাজপুর সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের আইহাই গ্রামের হাফিজুর রহমানের ছেলে মাজেদুর রহমান।

 

আটকরা হলেন, খাদেমুল ইসলাম ও নুর হাবিব। কোতয়ালি থানার পরিদর্শক মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,  বুধবার (১৪ মে) দুপুরে সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের গাবুরা নদীর তীরবর্তি এলাকায় এ ঘটনাটি ঘটে। ৫ ব্যক্তি বস্তাবন্দী অবস্থায় এক শিশুকে পানিতে ফেলে দেয়। এ সময় নদীর ধারে কাজ করতে গিয়ে এলাকাবাসী দেখতে পেয়ে  শিশুটিকে উদ্ধার করে।

 

আরও পড়ুন: দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু, ছেলে আহত

 

এলাকাবাসী ঘটনার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে ধরে পুলিশকে খবর দেয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতার হাত থেকে দুই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

মোবাইল চুরির অভিযোগ এনে খাদিমুল এবং নুর হাবিব দুইজন মেরে বস্তায় ভরে নদীতে ফেলে দেয়ার অভিযোগ করেছে শিশু মাজেদুর।

 

আরও পড়ুন: দিনাজপুরে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

 

অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পরিদর্শক মতিউর রহমান।

]]>
সম্পূর্ণ পড়ুন