শিশুকে কত দিন মায়ের দুধ পান করানো যাবে?

১ সপ্তাহে আগে
মা-বাবার জন্য মহান আল্লাহর সেরা দান সন্তান। আর মায়ের দুধ সন্তানের শ্রেষ্ঠ খাবার। প্রত্যেক মায়ের কর্তব্য হচ্ছে-- জন্মের পর থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত সন্তানকে দুধ পান করানো। তবে অসুস্থ থাকলে ভিন্ন কথা।

ইসলামি শরিয়তে শিশুকে দুধ পান করানোর সময়কাল দুই চন্দ্র বছর। অর্থাৎ শিশুর বয়স হিজরি সাল অনুযায়ী দুই বছর হলে দুধ পান করানো বন্ধ করে দিতে হবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন,

 

আরও পড়ুন: সৌদির নতুন নির্দেশনা, হজে যেতে হলে নিতে হবে ৪ টিকা

 

وَ الۡوَالِدٰتُ یُرۡضِعۡنَ اَوۡلَادَهُنَّ حَوۡلَیۡنِ كَامِلَیۡنِ لِمَنۡ اَرَادَ اَنۡ یُّتِمَّ الرَّضَاعَۃَ অর্থ: আর মায়েরা নিজেদের সন্তানদেরকে পূর্ণ দুই বছর দুধ পান করাবে, যদি দুধ খাওয়ার পূর্ণ মেয়াদ সমাপ্ত করতে চায়। (সুরা বাকারা, আয়াত: ২৩৩)

 

আরেক আয়াতে মহান আল্লাহ বলেন,

 

وَ وَصَّیۡنَا الۡاِنۡسَانَ بِوَالِدَیۡهِ حَمَلَتۡهُ اُمُّهٗ وَهۡنًا عَلٰی وَهۡنٍ وَّ فِصٰلُهٗ فِیۡ عَامَیۡنِ اَنِ اشۡكُرۡ لِیۡ وَ لِوَالِدَیۡكَ অর্থ: আর আমি মানুষকে তার বাবা-মায়ের প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে। আর তার দুধ ছাড়ানো হয় দুই বছরে; সুতরাং আমার ও তোমার বাবা-মায়ের শুকরিয়া আদায় করো। (সুরা লোকমান, আয়াত: ১৪)

 

অনেকে মনে করেন, আড়াই বছর সন্তানকে দুধ খাওয়ানো যায়। এটি ভুল ধারণা। সন্তান অনূর্ধ্ব দুই বছর মায়ের বুকের দুধ খেতে পারবে। দুই বছরের বেশি বয়সী সন্তানকে দুধ পান করানো নাজায়েজ। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন,

 

لا رضاع إلا في الحولين অর্থ: মায়ের দুধ পানের সময় দুই বছরই। (সুনানে দারাকুতনি: ৪/১৭৪; তাফসিরে মাজহারি: ১/৩২৩)

 

ইসলামি শরিয়তে শিশুকে দুধ পান করানোর প্রয়োজনে রমজানের ফরজ রোজা রাখার ক্ষেত্রে স্তন্যদানকারী মায়েদের ছাড় দেয়া হয়েছে। রোজা রাখলে তার নিজের স্বাস্থ্য অথবা সন্তানের স্বাস্থ্যের ক্ষতি হওয়ার আশঙ্কা করলে স্তন্যদানকারী মায়েদের জন্য রোজা না-রাখা বৈধ তো বটেই বরং এ অবস্থায় রোজা না-রাখাই উত্তম; রোজা রাখা মাকরুহ।

 

আরও পড়ুন: খ্রিষ্টান যাজক যেভাবে শৈশবে নবীজিকে চেনেন


মায়ের দুধে শিশুর বেড়ে ওঠার সব উপাদান রয়েছে: যেমন, আমিষ, চর্বি, ভিটামিন, রোগ প্রতিরোধকারী উপাদান, পানি, সহজ পাচ্যকারী উপাদান ইত্যাদি। শিশুর মানসিক বিকাশেও মায়ের দুধের ভূমিকা অনন্য। অনেকে না জেনে পবিত্র কোরআনের নির্ধারিত সময়সীমা পার হয়ে যাওয়ার পরও সন্তানকে বুকের দুধ পান করান।

]]>
সম্পূর্ণ পড়ুন