ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনের প্রতিবেদন বলছে, অভিজাত এলাকার নিরাপত্তাবেষ্টনী দিয়ে ঘেরা বাড়িতে চুরি কিংবা ডাকাতির তত্ত্বটি খাটছে না। যেহেতু অভিনেতা ১২ তলার ফ্ল্যাটে থাকেন, সেহেতু আশপাশের ভবন থেকেও অভিনেতার ঘরে ঢোকা সম্ভব নয়।
আশপাশের সিসিটিভি ফুটেজ চেক করে পুলিশ আরও বলছে, সামনের নয়, বরং পেছনের দরজা দিয়ে ঘরে ঢোকে দুষ্কৃতিকারী। ভবনের বাইরের দিকের পাইপ বেয়ে ফ্ল্যাটে ঢোকেন কি না সে বিষয়ে স্পষ্ট ধারণা পেতে আরও তথ্য খুঁছছেন তারা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৫ জানুয়ারি) রাত ২টা নাগাদ নিজ বাড়িতে দুর্বৃত্তের এলোপেতাড়ি ছুরিকাঘাতের শিকান হন সাইফ।
সিসিটিভি ফুটেজ বলছে, এ হামলার দুই ঘন্টা আগে ও পরে কাউকে প্রবেশ করতে দেখা যায়নি। এর মানে সাইফকে যিনি কুঁপিয়েছেন তিনি ঘটনা ঘটার অনেক আগেই বাড়িতে ছিলেন। তাকে সাইফের ফ্ল্যাটে প্রবেশের ক্ষেত্রে কোনো পরিচারিকা সাহায্য করেছিলেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম আজ তাক বাংলার প্রতিবেদন বলছে, সাইফের জনসংযোগ কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বুধবার রাতের খাবারের সময় পারিবারিক এক অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে কারিনার বোন কারিশমা কাপুর, অভিনেত্রী সোনম কাপুর, রিয়া কাপুরসহ অন্যান্য বন্ধু উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে যে যার বাড়ি চলে যান। খান পরিবারও ঘুমিয়ে পড়েন।
এরপর গভীর রাত ২টা নাগাদ বাড়ির বাইরের একটি পাইপ বেয়ে ফ্ল্যাটে ঢোকে দুর্বৃত্তকারী। তিনি পাইপ বেয়ে যে রুমে ঢোকে সে রুমটিতে ঘুমিয়ে ছিল সাইফ-কারিনার দুই সন্তান তৈমুর ও জেহ (জাহাঙ্গীর)।
আরও পড়ুন: রক্তাক্ত সাইফকে কেন অটোতে হাসপাতালে নেন ছেলে ইব্রাহীম?
গভীর রাতে তৈমুর ও জেহরের রুমে আওয়াজ হওয়ায় জেগে যান তাদের ন্যানি ইলিয়ামা ফিলিপ আলিয়াস লিমা। তিনিই প্রথম দুর্বৃত্তকারীকে দেখে চিৎকার করে ঘুমিয়ে থাকা পরিবারের সব সদস্যকে জাগিয়ে তোলেন। এতে দুর্বৃত্তকারী প্রথমে লিমাকেই ছুরি দিয়ে আঘাত করেন।
ডান হাতের কব্জিতে আহত হওয়া লিমার চিৎকার শুনে পাশের রুম থেকে বেরিয়ে আসেন সাইফ। দুর্বৃত্তকে বাধা দেয়ার চেষ্টা করলে তিনি ধারালো অস্ত্র দিয়ে ছয়বার কোপান সাইফকে।
আরও পড়ুন: সাইফের ওপর ছুরিকাঘাত, কোথায় ছিলেন কারিনা?
বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ২টায় এ ঘটনা ঘটার সময় অভিনেতার পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। দুর্বৃত্তকে ধরার চেষ্টাও করেন। কিন্তু তিনি পালিয়ে যান।
হামলার শিকার সাইফকে দ্রুত ভর্তি করা হয় লীলাবতী হাসপাতালে। সেখানে সফল অস্ত্রোপচারের পর শঙ্কামুক্ত সাইফ এই মুহূর্তে আইসিইউতে রয়েছেন। আগামীকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে অভিনেতার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।
]]>