শিশু চুরির অভিযোগে ঢামেকে নারী আটক

১ সপ্তাহে আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ থেকে শিশু চুরির অভিযোগে এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে ভুক্তভোগী পরিবার। আটক হওয়া ওই নারী নিজের নাম পারভিন (৬০) বলে দাবি করেছেন।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় হাসপাতালটির জরুরি বিভাগের সামনে এই ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী শিশুটির নাম রাইদুল হাসান (১০)। তাদের বাড়ি লক্ষ্মীপুর কমলনগর উপজেলার শহীদনগর গ্রামে। শিশুটির মা ঢাকা মেডিকেলের ২০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

 

শিশুটির চাচা জাবেদ হোসেন জানান, সন্ধ্যার দিকে ২০৪ নম্বর ওয়ার্ড থেকে বের হয়ে জরুরি বিভাগের সামনে দিয়ে যাচ্ছিলেন তারা। এসময় রাইদুল তার মামার হাত ধরে হাটছিল। পরিবারের অন্য সদস্যরা তাদের আগে আগে হাটছিলেন। এসময় পেছন থেকে ওই নারী এসে রাইদুলের হাত টেনে ধরে। হাত ধরে থাকা তার মামাকে জিজ্ঞেস করতে থাকে, শিশুটি কে? আপনারা চেনেন কিনা? একপর্যায়ে ওই নারী দাবি করে বলেন, বাচ্চাটা আমার।

 

আরও পড়ুন: চুরি হওয়া এই শিশুর পরিবারকে খুঁজছে পুলিশ

 

ওই নারীর এমন উদ্ভট কথা শুনে পরিবারের সদস্যরা ঘাবড়ে যান। পরে হাসপাতালের আনসার সদস্যদের ডাকলে তারা ওই নারীকে আটকে পুলিশ ক্যাম্পে নিয়ে যান।

 

এই ঘটনায় ওই নারীর বিরুদ্ধে মামলা করবে কিনা জানতে চাইলে পরিবারটি মামলায় জড়াতে আগ্রহী না বলে জানায়।


ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ভুক্তভোগী পরিবারটি মামলা করতে চাচ্ছে না। তবে অভিযুক্ত ওই নারীকে ক্যাম্পে আটক রাখা হয়েছে। ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। শাহবাগ থানায় হস্তান্তর করা হবে তাকে।


অভিযুক্ত ওই নারী দাবি করে বলেন, তার বাড়ি মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর গ্রামে। স্বামী মৃত জাফর। শাহবাগ এলাকায় ভাসমান জীবনযাপন করেন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন