শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন, জড়িতদের বিচার চাইল ইসলামী আন্দোলন

২ দিন আগে
চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয়ার ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের বিচারের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার (১৬ এপ্রিল) দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। এসময় তিনি আগুনের ঘটনার নিন্দা জানান।

 

তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবে পয়লা বৈশাখে স্বৈরাচারের মোটিফ প্রদর্শিত হয়েছে। এটা একটা রাজনৈতিক ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত। যারা এসব মোটিফ নির্মাণ করেছে তারা কেবলই শিল্পী হিসেবে কাজ করেছেন। কিন্তু আওয়ামী লীগের চরিত্র এতটাই হিংস্র ও অসহিষ্ণু যে, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষকে ফ্যাসিবাদের মোটিফ নির্মাণের জন্য অপরাধী সাব্যস্ত করে তার বাড়িতে আগুন দেয়া হয়েছে।

 

মুফতি ফয়জুল করীম অভিযোগ করেন, রাজনীতিতে নোংরামি যুক্ত করেছে আওয়ামী লীগ। পতিত স্বৈরাচারই দেশের হিন্দুদের প্রতি সবচেয়ে বেশি নির্মমতা করেছে এবং অবিরাম মিথ্যা বলে তার দায় ইসলামপন্থী ও বিরোধী রাজনৈতিক শক্তির ওপরে চাপিয়েছে।

 

আরও পড়ুন: মানিকগঞ্জে চিত্রশিল্পীর বাড়িতে আগুন, তদন্তে গুরুত্ব দিচ্ছে প্রশাসন

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, অবিলম্বে এই সহিংসতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

 

প্রসঙ্গত, মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঘোষবাজার এলাকার শিল্পী মানবেন্দ্রর বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে গেছে ঘরের আসবাবপত্র, একটি মোটরসাইকেল ও একটি শ্যালো মেশিনসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র।

]]>
সম্পূর্ণ পড়ুন