লা লিগায় এবারের মৌসুমে শীর্ষস্থান দখল নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। শুরু থেকে টেবিল টপার রিয়াল মাদ্রিদ থাকলেও এখন তা দখলে নিয়েছে বার্সেলোনা। ২৮ ম্যাচে ২০ জয় নিয়ে সবার উপরে কাতালানরা। আর সমান ম্যাচ খেলে ১৮ জয়ে দ্বিতীয় অবস্থানে রিয়াল মাদ্রিদ।
তবে এখনই শিরোপার আশা ছাড়ছেন না কার্লো আনচেলত্তি। শিরোপার দৌড়ে এগিয়ে থাকতে শক্তিমত্তা আরও বাড়ানোর পরিকল্পনা রিয়াল মাদ্রিদের। ঘরোয়া লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ সব প্রতিযোগিতার বেশিরভাগ ম্যাচেই ক্লিন শিট রাখতে পারেনি লস ব্লাঙ্কোস। জায়ান্ট দলের পাশাপাশি তুলনামূলক দুর্বল দলের বিপক্ষেও গোল হজম করতে হয়েছে অল হোয়াইটদের। তাই রক্ষণভাগ নিয়ে চিন্তায় আনচেলত্তি।
আরও পড়ুন: তদন্তের মুখে রিয়ালের চার ফুটবলার
ইনজুরির কারণে মাদ্রিদের অন্যতম সেরা গোলকিপার থিবো কোর্তোয়া লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিলেন। তার পরিবর্তে আন্দ্রি লুনিন সামাল দিয়েছেন লস ব্লাঙ্কোসদের রক্ষণভাগ। নিয়মিত গোল হজম করায় তার পারফরম্যান্সে সন্তুষ্ট নন মাদ্রিদ কোচ। তাই কোর্তোয়ার ব্যাকআপ নিয়ে এখনই পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজম্যান্ট। কোর্তোয়ার ব্যাক আপ হিসেবে ধারে চেলসির গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে নিতে আগ্রহী তারা। বর্তমানে ধারে বোর্নমাউথে খেলছেন তিনি। এর আগেও চেলসি থেকে ধারে রিয়ালে খেলেছেন এই স্প্যানিশ গোলকিপার।
রক্ষণভাগ আরও শক্তিশালী করতে ডিফেন্স লাইনআপেও পরিবর্তন আনতে যাচ্ছে রিয়াল। লিভারপুল থেকে আলেক্সান্ডার আর্নল্ডকে নিতে চায় অল হোয়াইটরা। দুপক্ষের মধ্যে চুক্তি নিয়েও আলাপ আলোচনা চলছে, আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।
আরও পড়ুন: দরিভালের স্থলাভিষিক্ত হিসেবে আনচেলত্তির দিকে চোখ ব্রাজিলের
মিডফিল্ড শক্তিশালী করতেও পরিকল্পনা সাজাচ্ছে মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদের মিডফিল্ডার মার্টিন জুবিমেন্ডিকে দলে ভেড়াতে চায় তারা। টনি ক্রুসের পজিশনে তার জন্য ৬০ মিলিয়নের বেশি ইউরো খরচ করতে প্রস্তুত রিয়াল।
এদিকে এ মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে লুকা মদ্রিচের। এর মধ্যেই তার দলবদল নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। শোনা যাচ্ছিল যুক্তরাষ্ট্রে এমএলএসের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন এই ক্রোয়েশিয়ান। তবে সব গুঞ্জনে জল ঢেলে রিয়াল মাদ্রিদে থাকার আগ্রহ জানিয়েছেন মদ্রিচ। তার সঙ্গে চুক্তি নবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে রিয়ালও।