শিক্ষা ভবনের সামনে আজও অবস্থান নিয়েছেন ৭ কলেজের শিক্ষার্থীদের একাংশ

২ দিন আগে
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ জারির দাবিতে আজও শিক্ষাভবনের সামনে অবস্থান নিয়েছেন ৭ কলেজের শিক্ষার্থীদের একাংশ।

সোমবার (০৮ ডিসেম্বর) সকাল থেকে শিক্ষাভবনের সামনে অবস্থান নেন তারা।

 

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ জারির দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছেন শিক্ষার্থীরা। এ অবস্থায় শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়ে তারা বলেন, অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত অবস্থান ছাড়বেন না।

 

আরও পড়ুন: সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ: ব্লকেড কর্মসূচি নিয়ে নতুন বার্তা শিক্ষার্থীদের

 

এর আগে অধ্যাদেশ জারির দাবিতে গতকাল (রোববার) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে রাখেন তারা। পরে জনদুর্ভোগ এড়াতে অবরোধ তুলে নিলেও ঘোষণা দেন অধ্যাদেশ না পাওয়া পর্যন্ত কেউ বাসায় ফিরবেন না। ফলে রাতেও শিক্ষা ভবনের সামনেই অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা।

 

উল্লেখ্য, গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্তের কথা জানায়। একই বার্তায় আরও জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তিও বাতিল করা হয়েছে।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন