সরেজমিনে দেখা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির ভবন ও অবকাঠামো থাকলেও নেই পর্যাপ্ত শিক্ষক, ল্যাবরেটরি ও প্রশিক্ষণ সরঞ্জাম।
২০২২-২৩ শিক্ষাবর্ষে ল্যাবরেটরি মেডিসিন ও রেডিওগ্রাফি এই দুই বিভাগে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়। এরপর তিনটি শিক্ষাবর্ষে ৫০টি করে মোট ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। প্রাথমিকভাবে একজন অধ্যক্ষ, দুই শিক্ষক ও একজন অফিস সহায়কের মাধ্যমে কার্যক্রম শুরু হলেও এক বছর আগে অধ্যক্ষের পদ শূন্য হয়ে যায়। বর্তমানে মাত্র দুই শিক্ষক দিয়েই চলছে সব ক্লাস।
রেডিওগ্রাফি বিভাগের শিক্ষার্থী ইমরান আল তাসিন বলেন, ‘অনেক আশা নিয়ে ভর্তি হয়েছিলাম। কিন্তু শিক্ষক ও ল্যাব না থাকায় আমরা হাতে-কলমে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছি। দ্রুত শিক্ষক নিয়োগ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের দাবি জানাই।’
আরও পড়ুন: কুড়িগ্রামে নদ-নদীর ভাঙন: বছরে নিঃস্ব হচ্ছে ২০০০ পরিবার
প্রতিষ্ঠানের শিক্ষক সামিউল বাশির বলেন, ‘এখানে তিনটি সেশনে দেড়শ শিক্ষার্থী পড়ছে। আবাসিক সুবিধা থাকলেও শিক্ষক সংকট প্রকট। সরকার যদি দ্রুত পদ সৃষ্টি ও ল্যাব স্থাপনে উদ্যোগ নেয়, তবে কার্যক্রম গতিশীল হবে।’
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. সুভাস চন্দ্র সরকার জানান, জনবলের পদ সৃষ্টি না করেই একজন সিনিয়র লেকচারার ও একজন মেডিকেল টেকনোলজিস্ট দিয়ে পাঠদান চলছে। গেস্ট টিচারের সহায়তায় প্রথম বর্ষের ক্লাস নেয়া সম্ভব হলেও দ্বিতীয় বর্ষ থেকে কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে।
জানা গেছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে টানা তিন ব্যাচে শিক্ষার্থী ভর্তি করা হলেও ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নতুন ভর্তি বন্ধ রাখা হয়েছে। শিক্ষক ও সরঞ্জাম সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ এখন সময়ের দাবি বলে মনে করেন শিক্ষার্থী ও শিক্ষকরা।
]]>
৩ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·