শিকল কেটে ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

১ সপ্তাহে আগে
সিরাজগঞ্জের তাড়াশে শিকল কেটে ও তালা ভেঙে এক রাতে দুটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে বৈদ্যুতিক সেচ গ্রাহকদের মাঝে দুশ্চিন্তা দেখা দিয়েছে।

শুক্রবার (১৬ মে) ভোরে এ চুরির ঘটনা ঘটে।


কুন্দইল গ্রামের কৃষক শফিকুল ইসলাম শফি ও শিপন সরদার জানান, শুক্রবার সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পায় পশ্চিম মাঠের বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। পরে দ্রুত সেখানে পৌঁছে খুঁটির নিচে গিয়ে দেখতে পায় শিকল ও তালা ভেঙে ট্রান্সফরমারের ভেতরের জিনিসগুলো চোরচক্র নিয়ে গেছে।


বিদ্যুৎ অফিসের কোনো অভিজ্ঞ ব্যক্তি ছাড়া একজন চোরের পক্ষে বিদ্যুৎ চালু অবস্থায় খুঁটি থেকে শিকল ও তালা ভেঙে এভাবে ট্রান্সফরমার চুরি করা সম্ভব নয় বলে অভিযোগ করেন তারা।


আরও পড়ুন: ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু!


সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ তাড়াশ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) শামসুজ্জামান জানান, কুন্দইল পশ্চিম মাঠ থেকে দুজন কৃষকের দুটি ট্রান্সফরমার চুরির খবর পেয়েছেন। তবে মোট কত কেভি এবং কোন কোন কৃষকের ট্রান্সফরমার চুরি গেছে সেটি তদন্তে লোক পাঠানো হয়েছে।


সেই সঙ্গে এ ঘটনার সঙ্গে বিদ্যুৎ অফিসের যদি কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, এখন পর্যন্ত এ ধরনের কোনো চুরির অভিযোগ থানায় আসেনি। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন