আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ (৬০) ও অ্যাডভোকেট আনিসুর রহমানের (৪০) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (১৮ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন।
এদিন আদালতে হাজির করে পল্টন মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আজিজুল হক সুমন। শুনানি শেষে আদালত তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ আরও যারা রিমান্ডে
এর আগে পল্টন মডেল থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় বৃহস্পতিবার (১৭ এরপ্রিল) উত্তরা ও তেজগাঁও এলাকা থেকে শাহে আলম মুরাদ ও আনিসুর রহমানকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শাহে আলম মুরাদ ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, আর আনিসুর রহমান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক।