জেমস ভিন্সকে হেয়ার ড্রেসার পুরস্কার দিয়েছিলো করাচি কিংস। এরপর হাসান আলি দলের কাছ থেকে পুরস্কার হিসেবে পেয়েছিলেন ট্রিমার। এমন কাণ্ডে অবশ্য বেশ সাড়া ফেলে দিয়েছিলো করাচি কিংস।
এবার লাহোর কালান্দার্স আরও চমকে দিলো। দলের অধিনায়ক শাহিন আফিদি উপহার হিসেবে যা পেলেন, তাতে রীতিমতো চমকে উঠলেন সতীর্থরাও। শাহিনকে উপহার হিসেবে দেওয়া হয়েছে ২৪ ক্যারেট স্বর্ণের মোড়ানো আইফোন ১৬ প্রো।
অধিনায়ক হিসেবে আস্থার প্রতিদান দিচ্ছেন শাহিন আফ্রিদি। যদিও চোট থেকে ফিরে আসার পর তার বোলিংয়ের ধার কিছুটা কমেছে। তবে তার পারফরম্যান্স একেবারে খারাপ নয়, অধিনায়কের দায়িত্বটাও ডে পালন করছেন মন দিয়ে।
আরও পড়ুন: গিলেস্পির বকেয়া দাবি প্রত্যাখ্যান করল পিসিবি
সোনার মোড়ানো এমন উপহার হাতে পেয়ে বিস্মিত শাহিন আফ্রিদি। বললেন, ‘এটা তো অনেক বড় উপহার!’ মজার ছলে হারিস রউফ পাশ থেকে তখন বলে ওঠেন, ‘না ভাই, এটা তো একদমই ঠিক হয়নি।’
মাঠের পারফরম্যান্সেও বেশ শক্তিশালী লাহোর। তিন ম্যাচে দুই জয় ও এক হারে চার পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে তারা। চার ম্যাচে অপরাজিত থেকে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইসলামাবাদ ইউনাইটেড। করাচি কিংস আছে টেবিলের ৩ নম্বরে।
আরও পড়ুন: অর্থ পাচারের অভিযোগে সাকিবের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন
এখন পর্যন্ত লাহোরের হয়ে ৫ উইকেট শিকার করেছেন শাহিন আফ্রিদি। দলের শীর্ষ উইকেট শিকারি বাংলাদেশের রিশাদ হোসেন, এখন পর্যন্ত তার ঝুলিতে আছে ৬ উইকেট। উইকেটের দিক দিয়ে সবার ওপরে রয়েছেন ইসলামাবাদের জেসন হোল্ডার, তার শিকার ১১ উইকেট। আর ১০ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন করাচির হাসান আলি।
ব্যাট হাতে লাহোরের সবচেয়ে সফল ব্যাটার ফখর জামান, তিন ম্যাচে করেছেন ১৪৪ রান। চলতি আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকায় শীর্ষে ইসলামাবাদের সাহিবজাদা ফারহান। ৪ ম্যাচে তার রান ২১৪। ৪ ম্যাচে ১৭৫ রান নিয়ে দ্বিতীয় স্তানে আছেন করাচির জেমস ভিন্স।
]]>