ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক বুদ্ধির জন্য প্রশংসিত হন শাহরুখ। আর শাহরুখের এই গুণটি রয়েছে উর্বশীর মধ্যেও। এক অনুষ্ঠানে অংশ নিয়ে এমন দাবি করেন তিনি।
বলেন, উর্বশী নিজের মধ্যেই সবসময় নিমজ্জিত থাকে। আর এ কারণে সিনেমার প্রচারণাতে বেশি সময় দেয়। আর আপনি যদি আমার সিনেমার প্রচারণার কৌশল প্রশংসা করতে চান তবে সেরা শাহরুখের পরই আমার নাম বলতে পারেন।
উর্বশী আরও বলেন, সিনেমা প্রচারণার ক্ষেত্রে শাহরুখই সেরা। আর শাহরুখের পরে আমিই সেরা।
উর্বশীর এমন মন্তব্যের পরই অন্তর্জালে কটাক্ষের শিকার হন অভিনেত্রী। একজন লেখেন, উর্বশী খুবই অদ্ভুত। কিন্তু তার কথাবার্তার মধ্যে আত্মবিশ্বাস রয়েছে।
আরও পড়ুন: শাহরুখ পত্নীর রেস্টুরেন্টে নকল পনির, দাবি ইউটিউবারের!
আরেকজন লেখেন, তাও ভালো। উর্বশী অন্তত নিজেকে শাহরুখের আগে রাখেননি। কোনও বিষয়ে তো নিজেকে তিনি দ্বিতীয় নাম্বারে রাখলেন। না হলে তো নিজেকেই সব সময় শীর্ষে রাখেন।
আরও পড়ুন: শাহরুখের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন কাজল
প্রসঙ্গত, ব্যবসার নিরিখে ২০২৫-এর সেরা সিনেমা ‘ডাকু মহারাজ’। এ সিনেমার জন্যই আইএমডিবি-তে এক নাম্বার তারকা উর্বশী। নেটিজেনদের কটাক্ষের বিষয়ে এ অভিনেত্রী বলেন, আমি মন্তব্য খুব একটা বেশি দেখি না। কারন নেতিবাচক মন্তব্য মনে খুব খারাপ প্রভাব ফেলে।
]]>