রোববার (১১ মে) দুপুরে বিমানবন্দরের নিরাপত্তা বিভাগ ও বেবিচক সদরদতর যৌথভাবে অভিযান চালিয়ে এসব আটক করে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টার্মিনাল ভবনের আন্তর্জাতিক বহির্গমন ৭ নম্বর গেইটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী ফ্লাইটের যাত্রী সাঈম নওয়াজকে তল্লাশি করলে তার ব্যাগেজে লুকিয়ে থাকা ৩০ হাজার দিরহাম, ১২ লাখ ৪০ হাজার টাকা দামের ১০টি মোবাইল ফোন এবং ২ লাখ টাকার ২ কার্টন সুতা পাওয়া যায়।
আরও পড়ুন: রাজবাড়ীতে বিদেশি মুদ্রাসহ বাসযাত্রী আটক
এ বিষয়ে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, উদ্ধার করা বৈদেশিক মুদ্রা, মোবাইল ফোন ও সুতার কার্টন বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটককৃত যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর কাস্টমস কর্তৃক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে জানিয়ে তিনি আরও বলেন, আটক সাঈমের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।
]]>