শাপলা তুলতে গিয়ে ডুবে মরল দুই শিশু

২ সপ্তাহ আগে
শেরপুরে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের চকপাড়া কড়ইকান্দি এলাকার বলেশ্বর বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত শিশুরা হচ্ছে- চকপাড়া এলাকার মাসেক আলীর মেয়ে ফাহিমা আক্তার (৯) ও একই এলাকার মো. জয়নুদ্দিনের মেয়ে মোছা. জেমি (১০)।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে ফাহিমা ও জেমি বাড়ির পাশের বলেশ্বর বিলে শাপলা ফুল তুলতে যায়। এরপর থেকেই তারা নিখোঁজ ছিল। দীর্ঘ সময় পরও তারা বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। এক পযার্য়ে বিলের মাঝে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।

 

পুলিশ ও স্থানীয়দের ধারণা, শাপলা তুলতে গিয়ে বিলের মাঝখানের কোনো এক গভীর গর্তে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা যায়।

 

আরও পড়ুন: নরসিংদীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, ২ চিকিৎসক আটক

 

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন