শাপলা কলির প্রতি মানুষের আস্থা বাড়ছে: নাসীরুদ্দীন

২ দিন আগে
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, অফলাইন-অনলাইনে পুরো বাংলাদেশ থেকে আবেদন আহ্বান করেছি। শাপলা কলির প্রতি মানুষের আস্থা বাড়ছে।

সোমবার (২৪ নভেম্বর) এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়ের আনুষ্ঠানিকতা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।


তিনি বলেন, ‘অপরাধী কেউ যাতে নমিনেশন না পায় সে চেষ্টা করেছি আমরা।’


জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, ‘জামায়াত বলেছে মোটরসাইকেল শোডাউন যেন না হয়। কিন্তু এরআগেই সারা দেশে তা তারা করে ফেলেছে।’


দলীয় প্রশাসনকে হুমকি দিয়ে একটি দলের আন্ডারে নেয়ার চেষ্টা করছে উল্লেখ করে পাটওয়ারী বলেন, ‘আমাদের বংশ পরিচয়- আমরা চাঁদাবাজি চাই না, দুর্নীতি চাই না।’


আরও পড়ুন: এনসিপির প্রার্থীরা প্রচারণায় গেলে পাচ্ছেন হুমকি-ধমকি, অভিযোগ নাসীরুদ্দীনের


তিনি আরও বলেন, ‘এ সময়  ২৪ এর জেনোসাইডের জন্য যেমন আওয়ামী লীগের বিচার দাবি করছি, তেমনি ৭১ এর জেনোসাইডের জন্য দায়ী দলের বিচারের দাবি তুলছি।’


একই সংবাদ সম্মেলনে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘হাসিনার বিচারের পর আওয়ামী লীগ ফেরার আলোচনা হতে পারে।’


তিনি বলেন, ‘নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই, জাতীয় পার্টি হলো ভারত ও আওয়ামী লীগের বর্ধিত অংশ। দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’


প্রশাসনকে ভাগবাটোরা করার চিন্তা থেকে সব রাজনৈতিক দলকে বের হয়ে আসার আহ্বান হাসনাত আব্দুল্লাহর।


তিনি বলেন, ‘পাতানো নির্বাচনে সহায়ক না হতে প্রশাসনের প্রতি আহ্বান। কেউ বাধ্য করলে জনতার কাতারে নেমে আসুন।’

]]>
সম্পূর্ণ পড়ুন