শান্তি আলোচনার মধ্যেই পুতিনকে কেন ফোন করেছিলেন ট্রাম্প?

৬ দিন আগে
শান্তি আলোচনায় সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ অন্য ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের মাঝে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপও করেন তিনি।

স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) দুপুরে ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন জেলেনস্কি। এসময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বৈঠকে যুদ্ধ বিরতিকে নিছক একটি ধারণা উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি স্থায়ী শান্তি চাইছেন। যুদ্ধ পরবর্তী সময়ে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে মার্কিন সেনাদের প্রত্যাহার করা হবে না বলেও জানান ট্রাম্প। জেলেনস্কির উদ্দেশে তিনি বলেন, ইউক্রেনকে সব ধরনের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র, তবে ন্যাটোর সদস্যভুক্ত হওয়া যাবে না। ট্রাম্পের সঙ্গে অনেকটা তাল মিলিয়ে জেলেনস্কি বলেন, ওয়াশিংটন-মস্কোর সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসতে প্রস্তুত কিয়েভ। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে স্বাগত জানান তিনি।

 

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর হোয়াইট হাউসে দ্বিতীয় ধাপে আলোচনা শুরু হয় ইউরোপীয় নেতাদের সঙ্গে। সম্মিলিত এই শান্তি আলোচনার মাঝপথে রুশ প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন ট্রাম্প। ইউরোপীয় দেশগুলোর প্রধানরাও পুতিনের সঙ্গে এসময় কথা বলেন বলে জানা গেছে। 

 

আরও পড়ুন: পুতিনকে নিয়ে ট্রাম্পের গোপন মন্তব্য মুহূর্তেই ভাইরাল!

 

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধের আলোচনায় বসতে সম্মত হয়েছেন পুতিন-জেলেনস্কি। খুব শিগগিরই তাদের মধ্যে একটি বৈঠক আয়োজনের প্রস্তুতি শুরু করছেন বলেও জানান তিনি।

 

এদিকে, জেলেনস্কির সঙ্গে বৈঠক ইস্যুতে ট্রাম্প-পুতিনের দীর্ঘ ৪০ মিনিট টেলিফোনে কথা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। এর আগে সম্মিলিত বৈঠকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ও ন্যাটো মহাসচিব মার্ক রুটে প্রত্যেকেই যুদ্ধ বন্ধে দ্রুত একটি কার্যকর চুক্তি করার ওপর গুরুত্বারোপ করেন।

 

গত শুক্রবার আলাস্কায় শান্তি আলোচনার প্রথম ধাপে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর সোমবার দ্বিতীয় দফায় ইউক্রেনের প্রেসিডেন্ট ও ইউরোপীয় বিভিন্ন দেশের নেতাদের সাথে হোয়াইট হাউসে হলো এই বৈঠক। এখন ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে পুতিন-জেলেনস্কির বৈঠকটি কবে এবং কোথায় হবে তাই দেখার অপেক্ষা।

]]>
সম্পূর্ণ পড়ুন