শান্তর নেতৃত্বে আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা, ফিরলেন জয়

৩ সপ্তাহ আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। ১৪ সদস্যের দল থেকে বাদ পড়েছেন সর্বশেষ সিরিজে থাকা এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন এবং নাঈম হাসান। এক সিরিজে বাদ পড়েই আবারও টেস্ট দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয়।

দলে ডাক পেয়েছেন সাদা জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা হাসান মুরাদ। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজেও দলে ছিলেন তিনি। তবে সেবার ২ ম্যাচের একটিতেও মাঠে নামা হয়নি বাঁহাতি স্পিনারের।

 

শততম টেস্ট খেলার অপেক্ষায় থাকা মুশফিকুর রহিমও আছেন স্কোয়াডে। এই সিরিজে দুটি ম্যাচ খেললেই ১০০ টেস্ট পূর্ণ হবে মুশির। ব্যাট হাতে ছন্দে না থাকা জাকের আলী অনিকও আছেন স্কোয়াডে। সাদা জার্সির নিয়মিত ব্যাটার মুমিনুল হক এবং সাদমান ইসলামও আছেন দলে।

 

আরও পড়ুন: রিশাদকে অপ্রতিরোধ্য করে তুলতে এবার ফ্লিপার-স্লাইডারের দীক্ষা দিচ্ছেন মুশতাক

 

পেস বোলিংয়ে এবাদত হোসেন এবং খালেদ আহমেদের সঙ্গে আছেন হাসান মাহমুদ এবং নাহিদ রানা। স্পিনে মুরাদের সঙ্গী তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ।

 

আগামী ১১ নভেম্বর সিলেটে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ঢাকায় সিরিজের শেষ টেস্ট শুরু ১৯ নভেম্বর। এই সিরিজের পর চট্টগ্রামে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

 

আরও পড়ুন: নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, জ্যোতি-মারুফাদের বেতন কত

 

বাংলাদেশের টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন চৌধুরী, হাসান মুরাদ।

 

]]>
সম্পূর্ণ পড়ুন