শান্তকে ফর্মে ফেরাতে কাজ করছেন কোচ সালাউদ্দিন-সোহেলরা

২ ঘন্টা আগে
১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। অথচ এখনও ছন্দে ফিরতে পারেননি বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিপিএলে ৫ ম্যাচে সুযোগ পেয়ে করেছেন মাত্র ৫৬ রান। তবে, টিম কম্বিনেশনের দোহাই দিয়ে একাদশে তাকে সুযোগ দিচ্ছে না ফরচুন বরিশাল ম্যানেজমেন্ট। ফাইনালেও তার না থাকার সম্ভাবনা অনেক বেশি। তাই দলের সঙ্গে অনুশীলন না করে জাতীয় দলের সহকারী কোচ সালাউদ্দিন ও সোহেল ইসলামের সঙ্গে মেগা আসরের জন্য নিজেকে প্রস্তুত করছেন অধিনায়ক।

এবারের বিপিএলে থেকেও যেনো নেই টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফরচুন বরিশালের ১২ ম্যাচের মধ্যে খেলার সুযোগ পেয়েছেন মাত্র ৫ ম্যাচে। ফর্মও কথা বলছে না তার পক্ষে। অথচ নাকের ডগায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।


শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিপিএলে বরিশালের ফাইনালে শান্তর একাদশে না থাকার সম্ভাবনা অনেক বেশি। যার যথেষ্ট কারণও আছে। সুযোগ পাওয়া ৫ ম্যাচেই শান্ত সবাইকে করেছেন হতাশ। রান করেছেন মাত্র ৫৬। শান্তর অফফর্মের কথা সবারই জানা তারপরও কোচ দোহাই দিচ্ছেন টিম কম্বিনেশনের।


আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আম্পায়ার হিসেবে থাকছেন শরফুদ্দৌলা 


ফরচুন বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল বলেন, 'আগে তো দলকে দেখতে হয়। কোন কম্বিনেশনে খেলালে ভালো হবে সেটাও দেখতে হয় আমাকে। এই কম্বিনেশনের জন্যই কেউ খেলতে পারছে আবার কেউ খেলতে পারছে না। শান্ত যে পর্যায়ের খেলোয়াড় সে কামব্যাক করবে আশা করি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবে সে।'  


ফরম্যাট ভিন্ন হলেও শান্ত টানা ম্যাচ খেলার সুযোগ পেলে লাভ হতো বাংলাদেশের। কেননা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই ছিলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলার শেষ সুযোগ। অধিনায়কের ফর্মে ফেরাটা খুব জরুরি। যদিও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোনো দলই নিতে চাইবে না এ ধরণের ঝুঁকি।


চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা মুশফিকুর রহিমও খুব একটা ভালো ছন্দে নেই। ৮ ইনিংসে করেছেন ১৬৮ রান। সেরা ছন্দে ফিরতে সিনিয়র এই ক্রিকেটারও এদিন দল আসার আগেই হাজির হন মিরপুরে। দীর্ঘ সময় একা একা করেছেন নেট প্র্যাক্টিস।

]]>
সম্পূর্ণ পড়ুন