গতকাল চোট পাওয়ার পর আর ব্যাটিং-ফিল্ডিং অনুশীলন করেননি শান্ত। মাঠ ছেড়ে উঠে যাওয়ার পর দলের পক্ষ থেকে জানানো হয়, মেডিকেল টিমের পর্যবেক্ষণে আছেন তিনি। তবে একদিন পর সুখবর দিলেন কোচ ফিল সিমন্স। আজ (২৪ জুন) সংবাদ সম্মেলনে এসে তিনি জানান, সম্পূর্ণরুপে ঠিক আছেন শান্ত। পরের ম্যাচে তাকে নিয়ে কোনো শঙ্কা নেই।
শান্ত ফিট থাকায় ৪ নম্বর নিয়ে আর ভাবতে হচ্ছে না কোচ সিমন্সকে। তবে ওপেনিং সমস্যাটা প্রকট হয়ে দাঁড়িয়েছে অনেকদিন ধরেই। সাদমান ইসলাম নিয়মিত পারফর্ম করে গেলেও সাদা জার্সিতে তার সঙ্গে স্থায়ী হতে পারছেন না কেউ। জাকির হোসেনকে বেশকিছু দিন চেষ্টা করে সাফল্য পাওয়া যায়নি। ঘরোয়াতে ধারাবাহিকতা দেখিয়ে এই সিরিজে সেই জায়গা নিয়েছেন বিজয়।
আরও পড়ুন: জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন না থাকলে ক্রিকেটই খেলব না: সোহান
তবে গত কয়েক বছরে জাতীয় দলে যেই ফরম্যাটেই ফিরেছেন বিজয়, সেখানেই ব্যর্থতা সঙ্গী হয়েছে তার। গল টেস্টের দুই ইনিংসেও ব্যর্থতা সঙ্গী হয়েছে তার। আর এবার সমালোচনাও ভালোভাবেই হজম করতে হচ্ছে অভিজ্ঞ ক্রিকেটারকে। ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই আর বিজয়কে সুযোগ দেয়ার পক্ষে নন। তবে কেউ কেউ আবার তার পক্ষেও কথা বলছেন। মোটকথা, কলম্বো টেস্টের আগে বিজয় থাকবেন কিনা, সেটা নিয়ে কিছুটা ধোঁয়াশাই তৈরি হয়েছে। তবে কোচ সিমন্সের সংবাদ সম্মেলনে ইঙ্গিত মিলেছে কলম্বো টেস্টের একাদশে বিজয়কে রাখার।
বিজয়ের প্রসঙ্গে কোচ বলেন, 'সে মাত্রই টেস্ট ক্রিকেটে ফিরেছ। জিম্বাবুয়ের বিপক্ষে ভালোই করেছে। একটি টেস্টেই শুধু ভালো করতে পারেনি। এটুকু দিয়ে কাউকে বিচার করা ঠিক হবে না। সে ভালো ফর্মে আছে। সেও জানে মাত্র দুটো ইনিংস বাজে গেল। আশা করি পরের ইনিংসেই ঘুরে দাঁড়াবে।'