শাকসু নির্বাচনের রোডম্যাপ হবে আগামী সপ্তাহে

৪ সপ্তাহ আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের রোডম্যাপ আগামী সোমবার (২৭ অক্টোবর) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম।

বুধবার (২২ অক্টোবর) বিকেল ৪টার দিকে রেজিস্ট্রার ভবনের সামনে শাকসু রোডম্যাপ ঘোষণার দাবিতে অবস্থানরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে এসে ভারপ্রাপ্ত উপাচার্য এই ঘোষণা দেন।

 

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র সংশোধনের কাজ সম্পন্ন হয়েছে এবং নির্বাচনের প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে।

 

আরও পড়ুন: শাবিপ্রবিতে ২৫ শিক্ষার্থী বহিষ্কারাদেশের প্রতিবাদে অবস্থান কর্মসূচি

 

তিনি আরও বলেন, উপাচার্য নির্দেশ দিয়েছেন আগামী সোমবার রোডম্যাপ ও নির্বাচন কমিশন ঘোষণা করা হবে।

 

এর আগে বুধবার (২২ অক্টোবর) দুপুর আড়াইটা থেকে রেজিস্ট্রার ভবনের সামনে একদল শিক্ষার্থী অবস্থান নিয়ে রোডম্যাপ ও নির্বাচন কমিশন গঠনের দাবি জানান।

 

আরও পড়ুন: রিমান্ডে শাবিপ্রবির দুই শিক্ষার্থী

 

অবস্থানকারীরা জানান এ ঘোষণায় ব্যত্যয় ঘটলে শিক্ষার্থীরা নিয়ে রেজিস্ট্রার ভবনে তালা ঝুলিয়ে দেবে। কোনো ষড়যন্ত্র হলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন