শাওয়াল মাসে বিয়ে করা কি অশুভ?

১ সপ্তাহে আগে
মহিমান্বিত মাস রমজানের পরই শাওয়াল। শাওয়াল হিজরি ক্যালেন্ডারের দশম মাস। এ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এটি সম্মানিত চার মাসের অন্যতম।

ইসলামপূর্ব জাহেলি যুগে শাওয়াল মাসে বিয়ে করাকে অশুভ মনে করা হতো। শাওয়াল মাসে বিয়ে করলে দাম্পত্য সম্পর্ক ভালো যায় না বলে কুসংস্কার ছিল মানুষের মধ্যে। উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দীকা (রা.) এই ভিত্তিহীন ধারণাকে এই বলে খণ্ডন করেছেন,

 

تَزَوّجَنِي رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ فِي شَوّالٍ، وَبَنَى بِي فِي شَوّالٍ، فَأَيّ نِسَاءِ رَسُولِ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ كَانَ أَحْظَى عِنْدَهُ مِنِّي؟

 

রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শাওয়াল মাসেই বিবাহ করেছেন এবং শাওয়াল মাসেই আমার রুখসতি হয়েছে। অথচ তাঁর অনুগ্রহ লাভে আমার চেয়ে অধিক সৌভাগ্যবতী স্ত্রী আর কে আছে? (মুসলিম, হাদিস: ১৪২৩)

 

আরও পড়ুন: মসজিদে আকসা ও ডোম অব দ্য রক একই নাকি আলাদা?


বিয়ের দিন-তারিখ নির্ধারণের ক্ষেত্রে পঞ্জিকা দেখে শুভ-অশুভ দিন-তারিখ নির্ণয় করা কুসংস্কার। এটি একটি ভুল প্রথা। পঞ্জিকায় উল্লিখিত শুভ-অশুভ দিন-তারিখ হিন্দুধর্মের বিভিন্ন অলীক ও শিরকি বিশ্বাস এবং কুসংস্কারের উপর ভিত্তি করে প্রস্তুত করা। এর সঙ্গে মুসলিমের কী সম্পর্ক! ইসলামে অশুভ দিন-তারিখ বলে কিছু নেই।

 

আরও পড়ুন: পরীক্ষায় ভালো ফলাফল লাভের আমল

 

কোনো মাস, দিন বা রাতকে অশুভ মনে করা, বিশেষ কোনো সময়কে বিশেষ কাজের জন্য অশুভ ও অলক্ষুণে মনে করা- সবই জাহেলিয়াতের কুসংস্কার। এর সাথে মুসলিমের কোনো সম্পর্ক নেই। যেমন ইসলামপূর্ব যুগের কোনো কোনো লোকের এই ধারণা ছিল যে, শাওয়াল মাসে বিবাহ-শাদির অনুষ্ঠান অশুভ ও অকল্যাণকর। 

]]>
সম্পূর্ণ পড়ুন