শহীদরা বৈষম্যবিরোধী বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছেন: তাজুল ইসলাম

১৯ ঘন্টা আগে
জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা ক্ষতিপূরণ নয় বরং বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার জন্য প্রাণ দিয়েছেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

শনিবার (২৬ জুলাই) বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই বিপ্লবের শহীদদের সম্মানে আয়োজিত স্মরণ সভায় এ মন্তব্য করেন তিনি।

 

তাজুল ইসলাম বলেন, শহীদরা ক্ষতিপূরণ নয় বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার জন্য প্রাণ দিয়েছেন। আতঙ্কের বাংলাদেশ থেকে তারাই উদ্ধার করেছে যাদের কোনো রাজনৈতিক অভিপ্রায় ছিল না। শহীদ পরিবারের প্রতি অনুরোধ সাহায্যের জন্য কারও দ্বারস্থ হবেন না। আপোষ করবেন না। জাতি ও রাষ্ট্র হিসেবে এটা আমাদের দায়, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

 

আরও পড়ুন: শহীদ পরিবার ভিক্ষা নয়, সম্মানের সঙ্গে বাঁচতে চায়: জামায়াত আমির

 

বিচার নিয়ে শহীদ পরিবারের ক্ষোভের প্রতি উত্তরে তিনি বলেন, গণহত্যার বিচার বিশ্বের সবচেয়ে জটিল একটি বিষয়। তারপরও আমাদের অগ্রগতি আমাদের তদন্ত রিপোর্ট ছয় মাসের মধ্যে দাখিল করেছি। আগামী ২৩ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী দেয়া হবে। তা সরাসরি সম্প্রচার করা হবে।

 

তিনি বলেন, আওয়ামী লীগের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কলঙ্কিত বিচার হবে না। প্রসিকিউশন টিম দুর্নীতিগ্রস্ত হবে না। আওয়ামী লীগ কোটি টাকা দিয়েও এই প্রসিকিউশন টিমকে কিনতে পারবে না।’

 

প্রসিকিউশনের ওপর আস্থা রাখার অনুরোধ করে তিনি বলেন, শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি হবে না। শহীদদের স্বপ্ন আমাদের দ্বারাই বাস্তবায়িত হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন