শহীদ পরিবার ভিক্ষা নয়, সম্মানের সঙ্গে বাঁচতে চায়: জামায়াত আমির

১৮ ঘন্টা আগে
জুলাই আন্দোলনের শহীদদের প্রতি রাষ্ট্র এবং রাজনৈতিক দলের যে দায়বদ্ধতা ছিল, তা সঠিকভাবে পালন হয়নি বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এখনো জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, শহীদ পরিবার ভিক্ষা চায় না। তারা সম্মানের সঙ্গে বাঁচতে চায়।

শনিবার (২৬ জুলাই) বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই বিপ্লবের শহীদদের সম্মানে স্মরণসভায় জামায়াত আমির এসব কথা বলেন।

 

শহীদদের যথাযথ মর্যাদা না দেয়ায় অনুতাপ প্রকাশ করে তিনি বলেন, 

আমরা অনুতপ্ত। কারণ শহীদদের যথাযথ মর্যাদা এখনো দেয়া হয়নি। রাষ্ট্র এবং রাজনৈতিক দলের শহীদদের প্রতি যে দায়বদ্ধতা ছিল, তা সঠিকভাবে পালন হয়নি। ঐকমত্য কমিশনে আলোচনা হচ্ছে। কিন্তু অগ্রগতি হচ্ছে না।

 

আরও পড়ুন: দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে জামায়াত: শফিকুর রহমান

 

জুলাই সনদ বাস্তবায়নের জন্য নিয়মিত জামাতের পক্ষ থেকে অগ্রাধিকার দেয়া হচ্ছে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই যোদ্ধারা না থাকলে আজ আমরা কেরানীগঞ্জ, কাসেমপুরে থাকতাম, আমাদের এগুলো ভুলে গেলে চলবে না।’

 

‘জুলাই পরিবারের পাশে থাকার ওয়াদাবদ্ধ থাকব। দরকার পড়লে ঋণ পরিশোধ করার জন্য ভিক্ষা করব। বিচার প্রক্রিয়া আরও বৃদ্ধি করতে হবে’, যোগ করেন জামায়াত আমির।

 

আরও পড়ুন: ন্যায়বিচারেই ইতিহাসের শিক্ষণীয় শাস্তি পাওয়ার উপযুক্ত হবেন খায়রুল হক: জামায়াত আমির

 

শহীদ পরিবারকে সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ তৈরির জন্য তাদেরকে যথাযথ চাকরি দিয়ে পুনর্বাসন করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, 

শহীদ পরিবার ভিক্ষা চায় না, তারা সম্মানের সঙ্গে বাঁচতে চায়। তাদেরকে চাকরি দিয়ে পুনর্বাসন করা প্রয়োজন। এটা কোটা নয়। এটা তাদের অধিকার।
 

]]>
সম্পূর্ণ পড়ুন