বুধবার (২ এপ্রিল) ঢাকার গেণ্ডারিয়ায় আনাসের বাড়িতে যান তিনি।
উপদেষ্টা আনাসের মা-বাবার সঙ্গে কথা বলেন এবং তার ছোট দুই ভাইয়ের মাথায় হাত বুলিয়ে আদর করেন।
কথা বলতে গিয়ে আনাসের মা-বাবা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা স্মৃতিচারণা করে বলেন, ‘আমাদের আনাস লেখাপড়ার বই রেখে বেরিয়ে গিয়েছিল—তখনও তাকে দমিয়ে রাখা যায়নি!’
আরও পড়ুন: সবার ভালোবাসায় স্বাভাবিক জীবনে ফিরুক ছোট্ট মুয়াজ
শারমীন এস মুরশিদ আশ্বাস দিয়ে বলেন, ‘এই আন্দোলনের শহীদদের আমরা মুক্তিযোদ্ধাদের মতো সম্মানিত করব। সরকার আহত ও শহীদদের পরিবারের পাশে আছে এবং শহীদদের কবরস্থান পাকাকরণের ব্যবস্থা নেয়া হবে।’
সরকারের এই উদ্যোগের জন্য আনাসের মা-বাবা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
]]>