শর্তসাপেক্ষে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় আগ্রহী চীন

১ সপ্তাহে আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় আগ্রহী হলেও শর্ত হিসেবে যুক্তরাষ্ট্রকে শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছে চীন। বেইজিং জানায়, ওয়াশিংটনের সঙ্গে এ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। চুক্তির বিষয়ে প্রচারিত তথ্য মিথ্যা।

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সম্পর্ক নতুন করে আলোচনায়। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেইজিং জানায়, যুক্তরাষ্ট্র যদি সত্যিই আলোচনায় আগ্রহী হয়, তবে প্রথমে তাদের আরোপিত শুল্ক প্রত্যাহার করতে হবে। যিনি সমস্যা তৈরি করেছেন, তাকেই সমাধান করতে হবে বলে জানান চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়াদং।

 

চীন জানায়, বর্তমানে শুল্ক নিয়ে কোনো আলোচনা চলছে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও জিয়াকুনও সরাসরি বলেন, শুল্ক নিয়ে কোনো আলোচনা হয়নি, চুক্তির তো প্রশ্নই ওঠে না। এ সম্পর্কিত যেকোনো সংবাদ মিথ্যা।

 

আরও পড়ুন: চীন-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে বিপাকে অ্যাপল!

 

এ বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, এখনো আলোচনা শুরু হয়নি। তবে শুল্ক বিষয়ে আলোচনায় বড় সমঝোতার সম্ভাবনা দেখছেন তিনি।

 

বিশ্লেষকরা জানান, দুই দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ ও আলোচনার ভবিষ্যৎ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন