শরীয়তপুরের আলোচিত বোমা কুদ্দুস ২ দিনের রিমান্ডে

১ সপ্তাহে আগে
শরীয়তপুরের জাজিরার বিলাসপুরে আলোচিত শত শত হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে সংঘর্ষের ঘটনার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান কুদ্দুস বেপারীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মরিয়ম আক্তার নিপা এ রায় দেন। এর আগে অভিযুক্ত কুদ্দুস বেপারীকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।


গত ৫ এপ্রিল জাজিরার বিলাসপুরে শত শত হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগ নেতা কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবর সমর্থকরা।


আরও পড়ুন: সাবেক ওসি আবুল হাসান তিন দিনের রিমান্ডে


সংঘর্ষে আহত হয় ১৬ জন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কুদ্দুস ব্যাপারে সহ ৮৮ জনের নাম উল্লেখ করে কাদিরা থানায় মামলা করে। পরদিন ৬ এপ্রিল ঢাকা থেকে অভিযুক্ত কুদ্দুস বেপারীকে আটক করে র‍্যাব ৮ এর সদস্যরা। ওই দিনেই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় কুদ্দুস ব্যাপারীকে।

]]>
সম্পূর্ণ পড়ুন