দোয়াটি হলো:
أَعُوذُ بِاللهِ الْعَظِيمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ وَسُلْطَانِهِ الْقَدِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ (উচ্চারণ: আউজুবিল্লাহিল আজিম ওয়া বিওয়াজহিহিল কারিম ওয়া সুলত্বানিহিল কাদিমি মিনাশ শাইত্বানির রাজিম।)
অর্থ: আমি মহান আল্লাহর কাছে, তার মহানুভব চেহারার কাছে, তার অনাদি-অনন্ত কর্তৃত্বের কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই।
আরও পড়ুন: চেহারায় আঘাত নিয়ে ইসলাম কী বলে?
হজরত হায়াওয়াহ ইবনু শুরায়িহ (রহ.) বলেন, আমি হজরত উকবাহ ইবনে মুসলিমের সঙ্গে সাক্ষাৎ করে বলি, আমি জানতে পারলাম যে, আপনার কাছে হজরত আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস (রা.)-এর মাধ্যমে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এ হাদিস বর্ণনা করা হয়েছে যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে প্রবেশের সময় দোয়াটি বলতেন। হজরত উকবা (রা.) (প্রশ্ন রেখে) বললেন, এতটুকুই?
আমি বললাম, ‘হ্যাঁ।’ এবার হজরত উকবা (রা.) বললেন,
কেউ এ দোয়া পড়লে শয়তান বলতে থাকে যে, এ লোকটি আমার (অনিষ্ট ও কুমন্ত্রণা) থেকে সারাদিনের জন্য বেঁচে গেল। (আবু দাউদ ৪৬৬)
আরও পড়ুন: বর্ষপূর্তি পালন নিয়ে যা বললেন বায়তুল মোকাররমের খতিব
আরেকটি দোয়া:
لا إلهَ إلاَّ اللَّه وحْدهُ لاَ شَرِيكَ لهُ، لَهُ المُلْكُ، ولَهُ الحمْدُ، وَهُو عَلَى كُلِّ شَيءٍ قَدِيرٌ (উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।)
অর্থ: আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, রাজত্ব একমাত্র তারই, সমস্ত প্রশংসাও একমাত্র তারই জন্য, আর তিনি সকল বিষয়ের ওপর ক্ষমতাবান। (মুসনাদে আহমাদ: ২৩৫১৮)
]]>