শনিবার সিলেটের যেসব জায়গায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

৪ সপ্তাহ আগে
সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় শনিবার (২৫ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিউবো (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড)।

 

সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-১ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের পাশাপাশি রাইট অফ ওয়ে বরাবর গাছপালার শাখা-প্রশাখা কাটা এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নয়নমূলক কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১১ কেভি বালুচর ফিডারের লাইনে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

 

আরও পড়ুন: দিনমজুরের ঘরে বিদ্যুৎ বিল ৩৩ হাজার টাকা!

 

বালুচর ফিডারের আওতাধীন এলাকাগুলো হলো-বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস এবং আশেপাশের এলাকা।

 

বিউবো জানিয়েছে, কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে।

 

সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

]]>
সম্পূর্ণ পড়ুন