শত বছরের রেকর্ড ভাঙলো সিউলের তুষারপাত

৪ সপ্তাহ আগে
তুষারপাতের নতুন রেকর্ড দেখলো দক্ষিণ কোরিয়া। নভেম্বরে এবারই প্রথম ১১৭ বছরের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে সিউলে। বুধবার (২৭ নভেম্বর) সকাল ৭টা নাগাদ ১৬ দশমিক ৫ সেন্টিমিটার (৬ দশমিক ৫ ডিগ্রি) তুষারপাত রেকর্ড করা হয় রাজধানীতে । চলতি বছরের শীতের প্রথম তুষারপাতের ঘটনা এটি।

এমন তুষারপাত আগে কখনও দেখেনি কোরিয়াবাসী। বছরের প্রথম তুষারপাতেই ঢেকে যায় গোটা দক্ষিণ কোরিয়া। বুধবার ভারি তুষারপাতের কারণে অচল হয়ে পড়ে জনজীবন। বন্ধ হয়ে যায় রাস্তাঘাট, ট্রেন চলাচল। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

 

এদিকে, ভারি তুষারপাতের কারণে ট্র্যাফিক দুর্ঘটনায় দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। এতে সকাল থেকে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এমন প্রতিকূল আবহাওয়ার কারণে ৪০টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়।

 

আরও পড়ুন:দক্ষিণ কোরিয়ার শ্রম বাজারে বাংলাদেশ পিছিয়ে কেন?

 

এর আগে ১৯০৭ সালের অক্টোবর মাসে ১৮ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয়েছিলো দেশটিতে।

 

এরইমধ্যে দুর্ঘটনা কবলিত এলাকায় ব্যবস্থা নিতে জরুরি পরিষেবা কর্মী ও সরঞ্জাম মোতায়েনের জন্য নিরাপত্তা ও পরিবহণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইউন সুক ইওল।

 

রাজধানী সিউলসহ গাংওয়ানদো প্রদেশ তুষারপাতে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়।

 

আবহাওয়া অফিস থেকে সতর্কতা জারি করে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে কমপক্ষে আরও ২০ সেন্টিমিটার তুষারপাতের আশঙ্কা রয়েছে। 

 

আরও পড়ুন:আজারবাইজানে বাংলাদেশিদের জন্য খুলছে কর্মসংস্থানের নতুন দুয়ার

 

কোরিয়া উপদ্বীপের দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব প্রদেশের পার্বত্য অঞ্চলসহ জেজু দ্বীপে আরও তুষারপাত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। 

]]>
সম্পূর্ণ পড়ুন