বৃহস্পতিবার প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় গভর্নরের কার্যালয় ফেসবুকে জানায়, আর কোন যাত্রী বা ক্রু নিখোঁজ নেই।
আরও পড়ুন:লোহিত সাগরে ডুবল প্রমোদতরী, ৬ জনের মৃত্যুর আশঙ্কা
লোহিত সাগর গভর্নরেট জানিয়েছে যে, সাবমেরিনটির নাম ‘সিন্দবাদ’। এতে ৫০ জন আরোহী ছিলেন। রাশিয়া, ভারত, নরওয়ে এবং সুইডেনের ৪৫ জন পর্যটক এবং পাঁচজন মিশরীয় ক্রু সদস্য।
এদিকে হুরঘাদায় অবস্থিত রাশিয়ান কনস্যুলেট জানিয়েছে, ‘বিমানটিতে থাকা বেশিরভাগ যাত্রীকে উদ্ধার করে হুরঘাদায় তাদের হোটেল এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’
কোম্পানির ওয়েবসাইট অনুসারে জানা গেছে, সাবমেরিনটিতে বড় বড় পোর্টহোল ছিল যাতে যাত্রীরা লোহিত সাগরের দর্শনীয় প্রবাল এবং সামুদ্রিক জীবন দেখতে পারেন এবং এটি ২৫ মিটার গভীরতায় নামতে সক্ষম হয়েছিল।
সাবমেরিনটি ডুবে যাওয়ার কারণ নির্ধারণে এরইমধ্যে মিশরীয় কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে বলে জানা গেছে।
লোহিত সাগর মিশরের গুরুত্বপূর্ণ পর্যটন শিল্পের একটি প্রধান কেন্দ্র ও অর্থনীতির একটি অন্যতম স্তম্ভ, যেখানে রাশিয়ান পর্যটকরা বড় ভূমিকা পালন করেন।
আরও পড়ুন:ইসরাইলের হামলায় হামাসের মুখপাত্র নিহত
মিশরের লোহিত সাগর উপকূলে পর্যটক দুর্ঘটনার ঘটনা এটিই প্রথম নয়। গত নভেম্বরে সি স্টোরি নামে একটি প্রমোদতরী ডুবে যায়। ওই ঘটনায় ১১ জন মারা যান। যার মধ্যে একজন ব্রিটিশ দম্পতিও ছিলেন। এছাড়া ৩৫ জনকে উদ্ধার করা হয়।