লোহিত সাগরে ডুবল প্রমোদতরী, ৬ জনের মৃত্যুর আশঙ্কা

৩ সপ্তাহ আগে
লোহিত সাগরে মিশরের উপকূলে একটি পর্যটকবাহী প্রমোদতরী ডুবে গেছে। এ দুর্ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া নয়জন আহত হয়েছেন বলে স্থানীয় একটি সূত্র ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টার দিকে উপকূল থেকে প্রায় ০.৬ মিটার (১ কিমি) দূরে এ ঘটনা ঘটে। প্রমোদতরীটিতে ৪০ জনের মত পর্যটক ছিলেন বলে জানা গেছে।

 

এ ঘটনায় ২৯ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বিবিসি জানিয়েছে, প্রমোদতরীটির নাম সিন্দবাদ। বন্দরের কাছেই এটি ডুবে গেছে। প্রমোদতরীটি বহু বছর ধরে হুরঘাদা এলাকায় পর্যটকদের ভ্রমণের জন্য পরিচালনা হয়ে আসছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

 

আরও পড়ুন: ইয়েমেনে থামছে না মার্কিন হামলা, নিহত বেড়ে ৫৩

 

মিশরের লোহিত সাগর উপকূলে পর্যটক দুর্ঘটনার ঘটনা এটিই প্রথম নয়। গত নভেম্বরে সি স্টোরি নামে একটি প্রমোদতরী ডুবে যায়। ওই ঘটনায় ১১ জন মারা যায়। যার মধ্যে একজন ব্রিটিশ দম্পতিও ছিলেন। এছাড়া ৩৫ জনকে উদ্ধার করা হয়।

 

আরও পড়ুন: সেই প্রমোদতরীর চারজনের মৃত্যু হয়েছিল অক্সিজেনের অভাবে: প্রতিবেদন

 

এদিকে, মিশরে অবস্থিত রাশিয়ান দূতাবাস জানিয়েছে, সাবমেরিনটিতে থাকা সব পর্যটকই রাশিয়ান। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন