লেভারকুসেনের ড্রয়ে শিরোপা পুনরুদ্ধার করল বায়ার্ন

৩ সপ্তাহ আগে
শিরোপাটা শনিবারই (৩ মে) নিশ্চিত করতে পারতো বায়ার্ন। তবে লাইপজিগের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে অপেক্ষা বাড়ায় বাভারিয়ানরা। তবে সেই অপেক্ষা বেশিক্ষণ করতে হল না তাদের। রোববার (৪ মে) ফ্রেইবুর্কের বিপক্ষে লেভারকুসেন ২-২ গোলে ড্র করায় দুই ম্যাচ হাতে রেখেই বুন্দেসলিগার শিরোপা আবারও পুনরুদ্ধার করল বায়ার্ন মিউনিখ।

ফ্রেইবুর্কের মাঠে প্রথমে দুই গোলে পিছিয়ে পড়ে লেভারকুসেন। তবে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে জাবি আলোনসোর দল। আর তাতেই নিশ্চিত হয়ে যায় বায়ার্নের শিরোপা জয়। ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট বায়ার্নের। সমান ম্যাচে লেভারকুসেনের পয়েন্ট ৬৮।


জার্মানির শীর্ষে লিগে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড আরও সমৃদ্ধ হলো বায়ার্নের। ৩৪টি শিরোপা জিতল জার্মান জায়ান্টরা। মাত্র পাঁচবার করে দ্বিতীয় সর্বোচ্চ চ্যাম্পিয়ন বরুশিয়া ডর্টমুন্ড এবং মুনচেনগ্ল্যাডবেক।


আরও পড়ুন: ৪৬ বছর পর ফ্রান্সের শীর্ষ লিগে প্যারিস এফসি 


এদিকে দেড় দশকের পেশাদার ক্যারিয়ারে অবশেষে শিরোপা জয়ের স্বাদ পেলেন ইংল্যান্ড জাতীয় দলের স্ট্রাইকার হ্যারি কেইন। ইংল্যান্ডের হয়ে গত দুটি ইউরোর ফাইনালে হারেন তিনি। এছাড়া টটেনহ্যামে ফাইনাল হারেন তিনটি। ২০১৬-১৭ মৌসুমে প্রিমিয়ার লিগে দলটি হয় দ্বিতীয়।


গত মৌসুমে সবাইকে চমকে দিয়ে বায়ার্নের ১১ মৌসুমের রাজত্বের অবসান ঘটায় লেভারকুসেন। ফলে বায়ার্নে গত মৌসুমে যোগ দিয়েও শিরোপাহীন মৌসুম কাটাতে হয় কেইনের। এবার সেই আক্ষেপ ঘুচল এই ইংলিশ তারকার।   

]]>
সম্পূর্ণ পড়ুন