লেবাননের পর গাজায় যুদ্ধবিরতির উদ্যোগ নেবে যুক্তরাষ্ট্র

৪ সপ্তাহ আগে
ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতির পর এবার গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন করে প্রচেষ্টা শুরু করবে যুক্তরাষ্ট্র। এমন ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন জানান, আঞ্চলিক শক্তিগুলোকে সঙ্গে নিয়ে গাজায় নতুন করে যুদ্ধবিরতির জন্য চাপ দেয়া শুরু করা হবে। এই চুক্তিতে জিম্মিদের মুক্তি এবং হামাসকে ক্ষমতা থেকে সরানোর কথা থাকবে বলেও জানান বাইডেন।

বুধবার ( ২৭ নভেম্বর) সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

 

আরও পড়ুন:কেক মিষ্টি খাইয়ে লেবাননে যুদ্ধবিরতি উদযাপন


লেবাননে হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পর বাইডেন সামাজিকমাধ্যম এক্সে এই ঘোষণা দেন।

 

এদিকে হামাস লেবাননের যুদ্ধবিরতিকে ইতিবাচকভাবে দেখছে বলে প্রতিবেদনে বলা হয়।  হামাস বলেছে, তারা গাজায় লেবাননের মতো একটি চুক্তির আশা করেছিলেন। কিন্তু ইসরাইল যা দাবি করেছে তার বিরোধিতা তারা করতেই থাকবেন। কারণ তারা মনে করেন, ইসরাইলের দাবি মানার অর্থ ‘আত্মসমর্পণ করা’।


বাইডেন এক্সে জানান, সামনের দিনগুলোতে তুরস্ক, মিশর, কাতার, ইসরাইল এবং অন্য মিত্রদের নিয়ে গাজায় যুদ্ধবিরতি অর্জনের জন্য নতুন করে চাপ প্রয়োগ শুরু করবে যুক্তরাষ্ট্র। এতে জিম্মিদের মুক্তি দেয়া এবং হামাসকে ক্ষমতায় না রেখে যুদ্ধের অবসান ঘটানোর কথা বলা হবে।

 

আরও পড়ুন:ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতিকে স্বাগত জানাল ইরান


ইসরাইলের হামলায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহতের পর নেতৃত্ব সংকটে পড়ে সংগঠনটি। হামাসের নেতারা এখন মিশর, কাতার এবং তুরস্কজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। 

]]>
সম্পূর্ণ পড়ুন