গত শনিবার (২২ নভেম্বর) ঘরের মাঠ অ্যানফিল্ডে নটিংহ্যাম ফরেস্টের কাছে ৩ গোল হজম করেছে লিভারপুল। এই হারের পর তারা এখন টেবিলের নিচের অর্ধে অবস্থান করছে। রুনির মতে, লিভারপুল যদি আবার ছন্দে ফিরতে চায়, তবে তাদের মূল তারকাকে বাদ দেওয়ার সময় এসেছে।
আন্তর্জাতিক বিরতির পর ঘরোয়া লিগে ফেরার পরও লিভারপুলের হতশ্রী ফর্ম অব্যাহত আছে। মৌসুমের ১২ ম্যাচের অর্ধেকেই তারা এরই মধ্যে হেরেছে। ২০২৫–২৬ মৌসুমে এখন পর্যন্ত ২০ গোল হজম করেছে তারা। ম্যাচের পর স্লট দাবি করেন যে 'সমাধান খুব দূরে নয়', তবে শিরোপা ধরে রাখার মিশনে এমন ভয়াবহ শুরুর পর তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।
রুনি মনে করেন, লিভারপুলকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে হলে সালাহকে বেঞ্চে বসানোই হতে পারে সেরা উপায়। দ্য ওয়েন রুনি শো'তে তিনি বলেন, 'আমি যদি স্লট হতাম, তবে একটা বড় সিদ্ধান্ত নিতাম যাতে দলের ওপর প্রভাব পড়ে। সালাহ রক্ষণে সাহায্য করছে না। নতুন সাইনিংরা যদি বেঞ্চে বসে দেখে সে দৌড়াচ্ছে না...সে অবশ্যই ক্লাব লিজেন্ড, কিন্তু তারা যদি দেখে কেউ দৌড়াচ্ছে না অথচ প্রতি ম্যাচে খেলছে, তাহলে সেটা তাদের কাছে কী বার্তা পাঠায়?'
আরও পড়ুন: বিশ্বকাপের আগে মেসির প্রস্তুতির রোডম্যাপ প্রকাশ
যখন রুনিকে জিজ্ঞেস করা হয়, তাহলে কি স্লটের সালাহকে বাদ দেওয়া উচিত? জবাবে তিনি বলেন, 'আমার মনে হয় হ্যাঁ। ১০০%। তাকে সিদ্ধান্ত নিতে হবে—দলকে কমপ্যাক্ট করতে হবে, কঠিন করে তুলতে হবে এবং সবাইকে পেছন থেকে দৌড়ে কাজ করতে হবে। এরপর জিততে শুরু করলে আবার সালাহকে ফিরিয়ে আনা যেতে পারে, আশা করা যায় সে তখন বেশি পরিশ্রম করবে। এতে দলের ওপর প্রভাব পড়বেই।'
ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ওয়েইন রুনি। ছবি: রয়টার্স
রুনিই একমাত্র নন; সাবেক লিভারপুল খেলোয়াড় জেমি ক্যারাগার ও ডন হাচিসনও সালাহকে বেঞ্চে বসানোর ব্যাপারে একই রকম মত দিয়েছেন। তবে লিভারপুল কিংবদন্তি জন বার্নস মনে করেন সালাহ মোটেও সমস্যা নন। তিনি মিরর ফুটবলকে বলেন, 'আগে লিভারপুলের খেলা সাজানো হতো ট্রেন্ট বা অন্যরা সালাহর জন্য তৈরি করে দেবে—এখন ফ্লোরিয়ান রিৎজ, একিতিকে, ইসাক এসে খেলার ধরন বদলেছে। আমাদের ধীরে ধীরে মানিয়ে নিতে হবে। সালাহ এখন ৩৩—মানুষ তাই বয়সকে দোষ দিচ্ছে।'
তিনি আরও বলেন, 'পুরো দলকে নতুন স্টাইলে খেলার সঙ্গে মানিয়ে নিতে হবে, যা আর শুধু সালাহকে লক্ষ্য করে বানানো নয়। সালাহ এখনও বিপজ্জনক, কিন্তু আগের মতো দ্রুত বল পাবে না। এখন দলে অনেক ড্রিবলার আছে, তাই খেলার গতি কম। ফলে সালাহ আগের মতো ফাঁকা জায়গায় দৌড়ানোর সুযোগ কম পাবে।'
আরও পড়ুন: বাংলাদেশ ফুটবল লিগের নতুন স্পন্সরের নাম ঘোষণা করলো বাফুফে
'আমি এখনও মনে করি সে সেরা একাদশের অংশ। যদিও আর আগের মতো প্রধান ভূমিকা নাও থাকতে পারে, কিন্তু সে এখনও দলে গুরুত্বপূর্ণ। সবার জন্য মানানসই নতুন স্টাইল খুঁজে বের করাই এখন লক্ষ্য।'–তিনি যোগ করেন।
সালাহ এই মৌসুমে প্রিমিয়ার লিগে মাত্র চার গোল করেছেন। স্লট তাকে বাদ দেবেন কি না, সেটা এখন দেখার বিষয়। তবে ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া আফ্রিকা কাপ অব নেশনসে মিশরের হয়ে খেলতে গেলে তাকে ছাড়াই খেলতে হবে লিভারপুলকে। এ সময় তারা টটেনহ্যাম, উলভস, লিডস, ফুলহ্যাম, আর্সেনাল ও বার্নলির বিপক্ষে খেলতে পারে এবং এফএ কাপের তৃতীয় রাউন্ডেও সালাহ থাকবে না। ২১ ডিসেম্বর টুর্নামেন্ট শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

২ দিন আগে
১






Bengali (BD) ·
English (US) ·