বেশ হাকডাক দিয়ে রিয়াল মাদ্রিদে নাম লেখালেও, ইনজুরির কারণে নতুন অধ্যায়ের শুরুটা রাঙাতে পারেননি অ্যালেক্সান্ডার-আর্নল্ড। হ্যামস্ট্রিং চোটের কারণে গত মাসে মাঠের বাইরে ছিলেন তিনি। অবশেষে ইনজুরি কাটিয়ে আবারও মাঠে ফিরেছেন রিয়াল মাদ্রিদের এই ফুটবলার। ঘরের মাঠে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচে অল্প সময়ের জন্য মাঠে নেমেছেন আর্নল্ড।
এবার নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছেন এই ডিফেন্ডার। আবারও ফিরছেন অ্যানফিল্ডে। তবে এবার প্রতিপক্ষ হয়েই অলরেড দুর্গে দেখা যাবে থাকে। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে তার বর্তমান দল রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচ সামনে রেখে আলোচনায় এই ইংলিশ ফুটবলার। বহুল আলোচিত সেই ম্যাচের আগে আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বর্তমান ও সাবেক লিগের পার্থক্য নিয়েও কথা বলেন এই ইংলিশ ডিফেন্ডার।
আরও পড়ুন: আবারও নেইমারকে ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা
অ্যালেক্সান্ডার-আর্নল্ড বলেন, 'লা লিগায় প্রিমিয়ার লিগ থেকে টেকনিক্যালভাবে এগিয়ে রাখবো। এটা তেমন একটা পরিবর্তনশীল নয়। এখানে অনেক সেরা মানের খেলোয়াড়দের বিপক্ষে লড়তে হয়। সত্যি বলবো টেকনিক্যাল বিষয়গুলো এখানে অনেক এগিয়ে থাকবে। রিয়াল মাদ্রিদে থাকতে পারাটা আনন্দের। আমিও এখন দলের অংশ হিসেবে মনে করছি।'
প্রতিপক্ষ লিভারপুল বর্তমানে বেশ বেকায়দায় রয়েছে। সব টুর্নামেন্ট মিলিয়ে সবশেষ ৮ ম্যাচে মাত্র ২টিতে জয় পেয়েছে অলরেড। তবে সাবেক ক্লাবের মুখোমুখি হওয়া সহজভাবে নিচ্ছেন না আর্নল্ড। লিভারপুলের ঘরের মাঠে তাদের সমীহ করেই মাঠে নামতে হবে মাদ্রিদিস্তাদের।
আর্নল্ড বলেন, 'এটা একটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে। অ্যানফিল্ডের পরিবেশ ও দর্শকদের সমর্থন ম্যাচটাকে অনেক বেশি কঠিন করে তুলবে। যদিও তারা সাম্প্রতিক সময়ে তেমন ফর্মে নেই। তবুও ঘরের মাঠে তারা অনেক শক্তিশালী দল। আমাদের দলও তাদের সমীহ করছে। কেউ ভাবছে না এটা সহজ একটা ম্যাচ হবে।'
মাত্র ৬ বছর বয়সে লিভারপুল একাডেমিতে যোগ দেন আর্নল্ড। ক্লাবের বয়সভিত্তিক দলের পর মূল দলে খেলা শুরু করেন ২০১৬ সাল থেকে। লিভারপুল হয়ে জিতেছেন দুটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপসহ ৮টি শিরোপা।

৩ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·