লিভারপুলের আজকের শিরোপা উৎসবের মঞ্চ প্রস্তত হয়েছে গত ২৪ এপ্রিল আর্সেনাল ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ২-২ গোলে ড্র করায়। সেটা ছিল এবারের লিগে আর্সেনালের ৩৪তম ম্যাচ, দ্বিতীয়স্থানে থাকা দলটির নামের পাশে পয়েন্ট ৬৭। লিভারপুলের ৩৩ ম্যাচ শেষে ১২ পয়েন্টের লিড, অর্থাৎ আরেকটি পয়েন্ট হলেই আর্সেনাল বাকি চার ম্যাচ জিতলেও লিভারপুলকে ধরতে পারবে না।
লিভারপুল সবশেষ প্রিমিয়ার লিগ জিতেছিল ২০১৯-২০ মৌসুমে। এরপর ২০২০-২১ মৌসুমে তৃতীয়, ২০২১-২২ মৌসুমে রানার্সআপ, ২০২২-২৩ মৌসুমে পঞ্চম ও ২০২৩-২৪ মৌসুমে তৃতীয় হয়েছিল।
এবারের লিগে পুরো মৌসুম দাপট দেখিয়েছে আর্না স্লটের দল। আর্সেনালের সঙ্গে ইঁদুর-বিড়াল দৌড়ে পড়লেও শেষ পর্যন্ত লিগ জয়ের দ্বারপ্রান্তে তারা। এ ম্যাচের আগে সাম্প্রতিক ফর্ম, পরিসংখ্যানসহ সব কিছুই পক্ষে আছে স্লটের দলের। টটেনহ্যামের বিপক্ষে ইফিএল কাপে গেল জানুয়ারিতে হারের ক্ষত পায় লিভারপুল। হোম ভেন্যুর সুবিধা কাজে লাগিয়ে জয় তুলে নিয়ে সেই প্রতিশোধও নিতে চায় দলটা। এ ম্যাচে কোচ দলের গুরুত্বপূর্ণ সবাইকেই পাচ্ছেন।
আরও পড়ুন: রোনালদো-ডুরানের নৈপুণ্যে সেমিফাইনালে আল নাসর
অতি আত্মবিশ্বাসী হয়ে কোনো ভুল করতে চান না কোচ। যদিও, ছেড়ে কথা বলবে না টটেনহ্যামও। দুদলের শেষ পাঁচ দেখায় লিভারপুল তিন জয় পেলেও জিততে বেশ বেগ পোহাতে হয় তাদের। স্লট বলেছেন, ‘এটা একটা বড় দায়িত্ব। শেষবার ক্লাব লিগ জিতেছিল কোভিডের সময়। তাই সবাই এ ম্যাচের দিকে তাকিয়ে। আমরা জানি এখনও অনেক কাজ বাকি। আমাদের অন্তত এক পয়েন্ট চাই। এই মুহূর্তে আমার একমাত্র চিন্তা হলো, সবাই যেন ফিট থাকে এবং দলকে প্রস্তুত করা। কারণ আমি দেখেছি, যে দলগুলো রেলিগেটেড হয়েছে, তাদের বিরুদ্ধেও ম্যাচ জেতা কঠিন ছিল। তাই আমি কোনোভাবেই আত্মতুষ্টিতে ভুগছি না। আমরা টটেনহ্যামকে ইতোমধ্যে তিনবার মোকাবেলা করেছি, জানি তাদের হারানো কঠিন।
আরেক ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের প্রতিপক্ষ বোর্নমাউথ। প্রতিপক্ষের মাঠে ম্যাচ হলেও জয়ে ফেরার লক্ষ্য রুবেন আমোরিমের দলের। টানা তিন ম্যাচ জয়হীন থাকার পর এক ম্যাচ জিতলেও পরের ম্যাচেই খেই হারায় ম্যানচেস্টার ইউনাইটেড। অপেক্ষাকৃত দুর্বল বোর্নমাউথের সঙ্গে জিতে তাই এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে তাদের।