লাহোরের মালিক রিশাদকে বললেন, ‘আমি তোমাকে ভালোবাসি’

২ দিন আগে
সুযোগটা এর আগেই এসেছিলো, তাও আবার বিগ ব্যাশে। কিন্তু সেখানে খেলতে পারেননি বাংলাদেশের এই লেগ স্পিনার। এবার আর তাকে আটকায়নি বিসিবি, প্রথমবারের মতো বিদেশি কোনও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পাকিস্তানে গেলেন রিশাদ হোসেন। যদিও প্রথম ম্যাচ তাকে বসে থাকতে হয়েছিলো বেঞ্চে। পরের ম্যাচে সুযোগ পেয়েই সব আলো কেড়ে নিলেন এই টাইগার ক্রিকেটার।

লাহোর কালান্দার্সের একাদশে প্রথমবার সুযোগ পেয়েই বাজিমাত রিশাদের। এরপরের ম্যাচেও দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি। টানা দুই ম্যাচে ৩টি করে উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। আর তাতে এখন পর্যন্ত টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি। 

 

এমন পারফরম্যান্সের পর রীতিমতো প্রসংশায় ভাসছেন বাংলাদেশের এই ক্রিকেটার। দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, লাহোর কালান্দার্সের মালিক ও প্রধান পরিচালন কর্মকর্তা সামিন রানা থেকে শুরু করে সবার মুখেই শুধু রিশাদ বন্দনা। 

 

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রিশাদকে প্রশংসায় ভাসিয়েছেন শাহিন আফ্রিদি। বাঁহাতি এই পেসার বলেছেন, ‘রিশাদ বাংলাদেশের হয়ে ভালো খেলে এসেছে, সে তাদের ভবিষ্যৎ তারকা। মাঝের ওভারগুলোয় সে দারুণ করছে। তাদের মিডল অর্ডারকে দাঁড়াতে দেয়নি।’ 

 

আরও পড়ুন: পিএসএলে সর্বোচ্চ উইকেট শিকারির ক্যাপ দখলে নিলেন রিশাদ

 

লাহোরের ২০১ রান তাড়া করতে নেমে ৭ ওভারে করাচির তখন ৩ উইকেটে ৪৫ রান। তখন বোলিংয়ে আসেন রিশাদ। প্রথম ওভারেই ১ রান খরচায় দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এই লেগি। শান মাসুদ ও ইরফান খানকে সাজঘরে ফেরত পাঠান তিনি। 

 

দ্বিতীয় ওভারে ৩ রান দিয়ে নেন ১ উইকেট। এবার তার শিকার আব্বাস আফ্রিদি। তার শেষ দুই ওভারে কোনও উইকেট পাননি। সব মিলিয়ে ৪ ওভারে ২৬ রান খরচায় ৩ উইকেট শিকার করেন রিশাদ। 

 

আরও পড়ুন: বল হাতে আবারও ঝলক দেখালেন রিশাদ, বড় জয় লাহোরের

 

এরপর সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান স্যাম বিলিংসও রিশাদের প্রশংসা করেন। তিনি বলেছেন, ‘রিশাদের কথা বলতেই হয়। তরুণ একটা ছেলে যেভাবে বোলিং করলো! এবারই প্রথম আমি তার বোলিং সরাসরি দেখছি ও একসঙ্গে খেলছি। সে অবিশ্বাস্য, দুর্দান্ত।’ 

 

এরপর ড্রেসিংরুমে রিশাদের প্রশংসায় পঞ্চমুখ সামিন রানা। ‘আমার বাংলাদেশি ভাইটি কোথা।’ সামিন ইংরেজিতে এ কথা বলে খেলোয়াড়দের মাঝে খুঁজছিলেন রিশাদকে। 

 

এরপর ভাঙা ভাঙা বাংলায় তাকে সামিন বললেন, ‘রিশাদ, আমি তোমাকে ভালোবাসি।’ তিনি আরও বলেছেন, ‘তুমি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি। আমি নিশ্চিত টুর্নামেন্ট শেষেও তুমি সর্বোচ্চ উইকেটশিকারি হবে।’ এর আগের ম্যাচে ৩ উইকেট নেওয়ার পর ড্রেসিংরুমে রিশাদের প্রশংসা করেছিলেন সামিন রানা।

]]>
সম্পূর্ণ পড়ুন