মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে স্থানীয় এক বৃদ্ধ কৃষক চরে গেলে ওই যুবককে দেখেন। পরে তাকে স্থানীয়দের সহযোগিতায় ট্রলারে করে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর তার পরিচয় জানা যায়। তিনি উপজেলার চরভূতা ইউনিয়নের আনন্দ বাজার এলাকার একজন ব্যবসায়ী। তার নাম শাহিন।
লালমোহন হাসপাতালে আসা শাহিনের ফুফু শ্বাশুড়ি সাদিয়া বেগম জানান, শাহিন গত ৪দিন ধরে নিখোঁজ ছিল। আনন্দ বাজারে তিনি প্রতিদিনের মতো দোকানে আসে। ওইদিন কে বা কারা তাকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে শাহিনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আত্মীয় স্বজনের বাড়িতেও তাকে পাওয়া যায়নি।
আরও পড়ুন: রাজধানীতে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার
মঙ্গলবার নাজিরপুরের চর থেকে তাকে হা-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে লালমোহন হাসপাতালে আনা হয়েছে শুনে তারা হাসপাতালে আসেন। শাহিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ডাক্তার তার অবস্থা আশঙ্কাজনক দেখে ভোলা সদর হাসপাতালে পাঠান।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, শাহিন নামে এক যুবককে নাজিরপুরের চর থেকে হাসপাতালে আনা হয়েছে। এবিষয়ে অনুসন্ধান চলছে।