লালপুরে পদ্মার চরে আবারও অস্ত্রের মহড়া, এলোপাথাড়ি গুলি বর্ষণ

৩ দিন আগে
নাটোরের লালপুরে পদ্মা নদীর চরে আবারও সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া ও এলোপাথাড়ি গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ গুলিবিদ্ধ হয়নি। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই পালিয়ে যায় সন্ত্রাসীরা।

সোমবার (২৮ জুলাই) বিকালে সশস্ত্র সন্ত্রাসীরা স্পিডবোটে এসে গুলি চালায়।


এলাকাবাসী জানায়, সোমবার বিকালে সশস্ত্র সন্ত্রাসীরা স্পিডবোটে লালপুর উপজেলার পদ্মা নদীর বিলমাড়িয়া চরে এসে নামে। এ সময় মুখ বাঁধা সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে চরে মহড়া দেয় এবং বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এতে চরের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


আরও পড়ুন: রাঙামাটির পাহাড়ে গোলাগুলি, সেনাবাহিনীর অভিযান চলছে


লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান জানান, খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে পাওয়া যায়নি। পদ্মা নদীর ও ভরাট বালুর চর দখল নিয়ে বেশ কিছুদিন ধরে চলছে অস্ত্রের মহড়া, গুলিবর্ষণ ও হামলার ঘটনা।

]]>
সম্পূর্ণ পড়ুন