লালদিয়া ও পানগাঁও চুক্তি জনস্বার্থবিরোধী: সাইফুল হক

২ সপ্তাহ আগে
লালদিয়া কনটেইনার টার্মিনাল ও পানগাঁও নৌ টার্মিনাল নিয়ে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারাচ্ছে বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক। এসব প্রকল্প গ্রহণের পেছনে অন্য কোনো রাজনৈতিক দলের টান আছে বলেও আশঙ্কা করেন তিনি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় সাইফুল হক এসব কথা বলেন।

 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, যখন নির্বাচনই সরকারের প্রধান অ্যাজেন্ডা, তখন হঠাৎ করেই কন্টেইনার টার্মিনাল নির্মাণের ব্যাপারে অতি গোপনীয়তা রেখে এই চুক্তি করা হয়েছে। কী এমন শর্ত আছে, যা জনগণ জানবে না? এই চুক্তি সরকারের এখতিয়ারের বাইরে। এর মানে এখানে অন্য কোনো সরকারের টান আছে।

 

আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে এ সরকারকে তত্ত্বাবধায়ক ব্যবস্থার বৈশিষ্ট্য মানতে হবে: সাইফুল হক

 

‘আমরা আশঙ্কা করি এই ২টি চুক্তি জনস্বার্থবিরোধী। এই চুক্তির কার্যক্রম বন্ধ করা দরকার, জনসম্মুখে প্রকাশ দরকার। নির্বাচনের পরে পার্লামেন্টে উত্থাপন হবে, এরপর ভবিষ্যতে জনগণকে জানিয়ে এই চুক্তি স্বাক্ষর করতে হবে’, যোগ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি।

 

তিনি বলেন, এরইমধ্যে স্বাক্ষর হওয়া মেগা প্রকল্প বন্ধ করা দরকার। গণশুনানি ছাড়া ভবিষ্যতে এ ধরনের কোনো মেগা প্রকল্প নেয়ার সুযোগ নেই। এসব প্রকল্প গ্রহণের মাধ্যমে সরকার নিরপেক্ষতা হারাচ্ছে।

 

আরও পড়ুন: নির্বাচন ছাড়া দেশ বাঁচানো সম্ভব নয়: সাইফুল হক

 

এছাড়াও আসন্ন গণভোট বিষয়ে সাইফুল হক বলেন, গণভোটের ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার, আমরা এটিকে স্বাগত জানাই। কিন্তু বিষয়গুলোকে যেভাবে হাজির করা হয়েছে, এটি প্রশবিদ্ধ। গণভোটের ৪টি প্রশ্নকে কমিয়ে একটিতে আনা উচিত। ‘না’ জয়যুক্ত হলে মুক্তিযুদ্ধ, জুলাই অভ্যুত্থান সব কিছু বিপর্যয়ে পড়বে।

]]>
সম্পূর্ণ পড়ুন