লাল চিনিতে ভেজালের দায়ে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

৪ সপ্তাহ আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জিআই (ভৌগোলিক নির্দেশক) স্বীকৃত লাল চিনিতে ভেজাল মেশানোর দায়ে ৫০ মণ ভেজাল চিনি ও চিনি তৈরির সরঞ্জাম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে পৌর সদরের লাহেড়ীপাড়া এলাকার একটি অবৈধ কারখানায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম।

 

অভিযানে চিটাগুড়ের ড্রাম, লালিসহ প্রায় ৫০ মণ ভেজালযুক্ত লাল চিনি উদ্ধার করা হয়। এ সময় আব্দুস সালাম নামের এক অসাধু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি উপজেলার পলাশতলী বায়ারমারা গ্রামের রুস্তম আলীর ছেলে।

 

আরও পড়ুন: ভালুকায় কাভার্ডভ্যান চাপায় বৃদ্ধ নিহত

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫-৬ জনের একটি চক্র দীর্ঘদিন ধরে অধিক লাভের জন্য সাদা চিনির সঙ্গে চিটাগুড় ও বিভিন্ন রাসায়নিক মিশিয়ে লাল চিনি তৈরি করে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করছিল। এতে ফুলবাড়িয়ার লাল চিনির সুনাম নষ্ট হচ্ছিল।

 

স্থানীয় মফিদুল ইসলাম বলেন, ‘লাল চিনি আমাদের ফুলবাড়িয়ার ঐতিহ্য ও গৌরবের প্রতীক। গুণগত মানের কারণে এটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। যারা এর সুনাম নষ্ট করছে, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।’

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম বলেন, ‘ফুলবাড়িয়ার লাল চিনি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর কিছু অসাধু ব্যবসায়ী এতে ভেজাল মিশিয়ে সুনাম নষ্টের চেষ্টা করছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন