বয়স ১৬ হওয়ার আগেই বার্সেলোনার মূল দলে জায়গা করে নিয়েছিলেন লামিনে ইয়ামাল। এমন কীর্তি নেই লিওনেল মেসিরও। আর অভিষেকের পর থেকে উন্নতি করেই চলেছেন ইয়ামাল। যে বয়সে ক্লাবের সিনিয়র দলে ৫-১০ মিনিট খেলতে পারলেই প্রতিভাবান ফুটবলারের তকমা মেলে সেই বয়সে এই স্প্যানিশ রীতিমতো দলের মূল অস্ত্র হয়ে উঠেছেন। তাও বার্সেলোনার মতো জায়ান্ট দলে। জাতীয় দলের হয়েও ১৭ বছর বয়সেই পেয়েছেন শিরোপার স্বাদ। তিনি যে সময়ের অন্যতম সেরা তা মানতে আপত্তি থাকার কথা না কারোরই।
গতকাল কোপা দেল রে'র ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে আরও একবার জাদু দেখিয়েছেন ইয়ামাল। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচটিতে বার্সেলোনা জয় পেয়েছে ৫-১ গোলের বড় ব্যবধানে। এই ম্যাচে বার্সার পঞ্চম গোলটি এসেছে এই স্প্যানিশ তারকার পা থেকে। গোল করা ছাড়াও মাঠে যতক্ষণ ছিলেন প্রতিপক্ষকে নাচিয়ে ছেড়েছেন তিনি।
ইয়ামালের পারফরম্যান্সে মুগ্ধ তার সতীর্থরাও। গতকাল রিয়াল বেতিসের বিপক্ষে বার্সেলোনার প্রথম গোলটি এসেছিল যার পা থেকে, সেই গাভির চোখে লামিনে ইয়ামাল এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় সেরা খেলোয়াড়। তাহলে এই মিডফিল্ডারের চোখে বিশ্বের সেরা খেলোয়াড়টা কে? সেটিও খোলাসা করেছেন তিনি। ইউরোপের ক্লাব ছেড়ে মেজর লিগ সকারে নাম লেখানো লিওনেল মেসিই গাভির চোখে বিশ্বের সেরা ফুটবলার।
আরও পড়ুন: বাংলাদেশ আনতে না পারলেও ভারত ঠিকই নিয়ে যাচ্ছে আর্জেন্টিনা দলকে
সবশেষ ব্যালন ডি'অরে সেরা ৩০- এর মধ্যে ছিলেন না মেসি। তারপরও মেসিকেই ইয়ামালের থেকে এগিয়ে রাখেন গাভি।
গণমাধ্যমকে গাভি বলেন, 'আমার কাছে সে (লামিনে ইয়ামাল) বিশ্বসেরা, শুধু মেসির পেছনে।'
তিনি যোগ করেন, 'লামিনে খুবই প্রতিভাবান, এই মুহূর্তে সেরা। কিন্তু মেসির সঙ্গে তাকে তুলনা করাটা বোকামি, কারণ মেসি শুধু একজনই। সে অতুলনীয়, যেভাবে জাভি, ইনিয়েস্তা বা বুসকেতসও একজনই। আমাদের নিজের পথ করে নিতে হবে।'
লামিনে ইয়ামাল যে বিশ্বসেরা সে বিষয়ে গাভির সঙ্গে একমত বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিকও। তিনি এ বিষয়ে বলেন, 'আপনারা জানেন গাভি অত্যন্ত আবেগপ্রবণ, তাই আমিও "হ্যাঁ" বলছি। আপনারা সেটা দেখেছেন।'
আরও পড়ুন: নেইমারকে ছাড়া বিশ্বকাপ জিততে পারবে না ব্রাজিল: রোমারিও
'আমি মনে করি, বড় ম্যাচে আপনারা তার (ইয়ামাল) অবিশ্বাস্য প্রতিভার প্রমাণ দেখেছেন এবং এটা সে বহুবার দেখিয়েছে। সে খুবই ভালো করছে। কিন্তু আপনারা যেটা বলেন, আমাদের তাকে দেখাশোনা করতে হবে কারণ সে এখনও অনেক তরুণ।' ফ্লিক যোগ করেন।
রিয়াল বেতিসের বিপক্ষে ইয়ামাল ও গাভি ছাড়াও গোল পেয়েছেন জুলস কুন্দে, রাফিনিয়া এবং ফেরান তোরেস। বেতিসের হয়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন ভিতর রোকে।