লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু বাংলাদেশের

১ সপ্তাহে আগে
অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে লাওসের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও মাঠে নিজেদের সেরাটা দিতে চান অধিনায়ক আফঈদা খন্দকার। এশিয়ান কাপ বাছাইয়ের এই মঞ্চটাকে ফুটবলারদের স্কিল উন্নয়নের প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন কোচ পিটার বাটলার। লাওস জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায়।

বাফুফের শোকেজ যেন নারী ফুটবল দলের দখলে। সাফ নারী চ্যাম্পিয়নশীপ ও অনূর্ধ্ব-২০ এর শিরোপাও ঘরে তুলেছে আফঈদা খন্দকারের দল। দক্ষিণ এশিয়া জয় করে এবার বাংলাদেশের লক্ষ্য এশিয়ার মূল পর্বে, ইতিমধ্যে যে ধাপ পার করেছে জাতীয় নারী দল। এবার সেই চ্যালেঞ্জটাই অনূর্ধ্ব-২০ নারী দলের সামনে। 

 

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপর অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচের আগে কোচ পিটার বাটলারের অধীনে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছেন সাগরিকাররা। 

 

আরও পড়ুন: আনুষ্ঠানিকভাবে লুকা মদ্রিচকে বরণ করে নিল এসি মিলান

 

প্রতিপক্ষ তুলনামূলক শক্তিশালী হওয়ায় এ ম্যাচ নিয়ে বাড়তি সতর্ক বাংলাদেশ। লাওসের বিপক্ষে কোনো পয়েন্ট হারাতে চায় না আফঈদার দল। তাই রক্ষণে বেশি গুরুত্ব দিচ্ছেন কোচ। 

 

প্রতিনিয়ত বাংলাদেশের মেয়েদের পরিপূর্ণ করে তুলতে কাজ করে যাচ্ছেন পিটার বাটলার। কোরিয়া-লাওসের মতো প্রতিপক্ষ পাওয়ায়, এশিয়ান কাপ বাছাইয়ের এই মঞ্চটাকে বয়সভিত্তিক দলের স্কিল উন্নয়নের প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন তিনি। প্রতিপক্ষ বাংলাদেশের থেকে শক্তিশালী হলেও মাঠে নিজেদের সেরাটা দিতে চায় বাংলাদেশ। 

 

আরও পড়ুন: লিভারপুলে ঝড় তোলা কে এই ১৬ বছর বয়সী কিশোর

 

বাংলাদেশ কোচ পিটার বাটলার বলেন, ‘আমাদের লক্ষ্য ম্যাচে ইম্প্যাক্ট ফেলা। এখান থেকে অনেক কিছু শেখার রয়েছে বাংলাদেশের ফুটবলারদের। কিছুদিন আগেই সিনিয়ররা এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছে। এ টুর্নামেন্ট দিয়ে অনূর্ধ্ব-২০ দলের স্কিল উন্নয়নে কাজে আসবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন