ইউনাইটেড হাসপাতাল থেকে পিজি হাসপাতালে ভর্তির বিষয়টি জানিয়েছেন তার ছেলে নিশাত মণি। জ্বর ও রক্তে ইনফেকশন জনিত কারণে গত ডিসেম্বরের শুরুর দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।
এর আগে নিশাত মণি জানিয়েছিলেন, হাসপাতালে জ্বর নিয়ে আম্মুকে ভর্তি করানো হলেও কয়েকটি পরীক্ষার পর রক্তের সংক্রমণ ধরা পড়ে। কিন্তু গত কয়েকদিন চিকিৎসা দিলেও এখনও আম্মু সুস্থ হননি। এখন আম্মুকে ভালোও বলা যাচ্ছে না, খারাপও বলা যাচ্ছে না।
অসাধারণ নৃত্যশিল্পী তিনি। নাচের গুণে দেশ সেরা অভিনেত্রীর তকমা পেয়েছের রুপালি জগতের নায়িকা। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন।
‘দস্যু বনহুর’ দিয়ে চিত্রজগতে পথচলা শুরু করেন। ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেন। এরপর ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।
আরও পড়ুন: মায়ের কথা লিখতেই চোখ ভিজে আসে দীঘির!
উল্লেখ্য, চলচ্চিত্র জগতে আসার আগে তিনি একজন নামী নৃত্যশিল্পী ছিলেন। অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় ১৯৭৬ সালে বাবুল চৌধুরী পরিচালিত ‘সেতু’ চলচ্চিত্র দিয়ে। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত ‘দস্যু বনহুর’। রহস্য ভিত্তিক এই ছবিতে তার বিপরীতে ছিলেন সোহেল রানা।
আরও পড়ুন: চিত্রনায়িকা অঞ্জনার অবস্থা সংকটাপন্ন
]]>