আগামী মৌসুমে ইংল্যান্ডের প্রথম বিভাগের চ্যাম্পিয়নশিপ ফুটবল খেলবে লেস্টার। তবে সেখানে সেরা দুইয়ে থেকে আবারও প্রিমিয়ার লিগে ফেরার সুযোগ আছে হামজাদের।
চলতি মৌসুমে হামজা খেলেছেন প্রথম প্রথম বিভাগ টুর্নামেন্টেই। কারণ ধারে শেফিল্ড ইউনাইটেডের হয়ে তাকে খেলতে পাঠিয়েছিল লিস্টার। শেফিল্ড যদি প্রিমিয়ার লিগে প্রমোশন নিশ্চিত করে এবং হামজাকে ধরে রাখে, তাহলে প্রিমিয়ার লিগেও দেখা যেতে পারে তাকে।
ঘরের মাঠে হার এবং অবনমনের দিনে লজ্জার এক রেকর্ডও গড়েছে লিস্টার। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা ৯ ম্যাচ নিজেদের ঘরের মাঠে গোল করতে ব্যর্থ হওয়ার রেকর্ড গড়েছে তারা। অবশ্য শুধু প্রিমিয়ার লিগ না, এমন বিব্রতকর পরিস্থিতিতে ইংলিশ ফুটবলের শীর্ষ স্তরে পড়তে হয়নি আর কোনো দলকেই।
আরও পড়ুন: পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ইতালিয়ান লিগের চার ম্যাচ স্থগিত
এদিকে, শেফিল্ডের হয়ে প্রিমিয়ার লিগ খেলার পথটাও বেশ কঠিন হয়ে উঠেছে হামজার জন্য। কারণ এই দলের প্রমোশনই আছে হুমকির মুখে। এই মুহূর্তে ইংলিশ প্রথম বিভাগ ফুটবলে তিনে আছে শেফিল্ড। ৪৩ ম্যাচ শেষে যাদের সংগ্রহ ৮৬ পয়েন্ট। প্রথম দুই স্থান দখল করে রাখা লিডস ইউনাইটেড এবং বার্নলির পয়েন্ট ৯১। চ্যাম্পিয়নশিপে বাকি আছে আর ৩ ম্যাচ।
সরাসরি প্রিমিয়ার লিগ খেলতে হলে টেবিলের দুইয়ে থাকতে হবে শেফিল্ডকে। সে কারণে নিজেদের শেষ ৩ ম্যাচের কোনোটিতেই হারলে চলবে না তাদের। পাশাপাশি অন্য দলের পারফরম্যান্সের ওপরও নির্ভর করছে তাদের প্রিমিয়ার লিগে খেলা।