ধর্মশালার হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে আগে পাঞ্জাব কিংসকে ব্যাটিংয়ে পাঠায় লখনৌ সুপার জায়ান্টস। আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই প্রিয়ানশ আরিয়ার উইকেট হারায় পাঞ্জাব। এরপর জশ ইংলিশকে নিয়ে জুটি গড়েন প্রভসিমরান সিং। ইংলিশ ১৪ বলে ৩০ করে আউট হওয়ার পর অধিনায়ক আইয়ারের সঙ্গে জুটি গড়েন প্রভসিমরান।
২৫ বলে ৪৫ রান করে আউট হন আইয়ার। তবে একপ্রান্তে তাণ্ডব চালিয়ে যেতে থাকেন প্রভসিমরান সিং। ৪৮ বলে ৬ চার এবং ৭ ছক্কার মারে ৯১ রানে আউট হন তিনি। শেষ দিকে শশাঙ্ক সিং ১৫ বলে অপরাজিত থাকেন ৩৩ রানে। তাতে ৫ উইকেটে ২৩৬ এর সংগ্রহ পায় পাঞ্জাব। লখনৌর হয়ে দুইটি করে উইকেট পেয়েছেন আকাশ সিং এবং দিগ্বেশ রাঠি।
আরও পড়ুন: ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে পরাগের রেকর্ড, তবুও ১ রানে ম্যাচ হারলো রাজস্থান
জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় লখনৌ। দলীয় ২৭ মধ্যে মিচেল মার্শ, এইডেন মার্করাম এবং নিকোলাস পুরানকে হারায় তারা। এরপরও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তবে আয়ুষ বাদোনি একাই লড়াই চালিয়ে যান। চাহালের বলে আউট হওয়ার আগে ৪০ বলে করেন ৭৪ রান।
শেষ দিকে আব্দুল সামাদ ২৪ বলে ৪৫ রান করলে হারের ব্যবধান কমে শুধু। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৯৯ রান পর্যন্ত করতে পারে লখনৌ। পাঞ্জাবের হয়ে ১৬ রানে ৩ উইকেট পেয়েছেন আরশদীপ সিং। ২ উইকেট পেয়েছেন ওমারজাই। ১টি করে উইকেট নেন মার্কো ইয়ানসেন এবং যুজবেন্দ্র চাহাল।