সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার খুরশিদের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রিনা আক্তার জানান, শুক্রবার বিকেলে তাদের পালিত একটু গরু গলার রশি ছিড়ে প্রতিবেশী দুলালের সয়াবিন ক্ষেতে গিয়ে সামান্য কিছু সয়াবিনের গাছ বিনষ্ট করে। এনিয়ে দুলালের ছেলে গাজী অশালীন ভাষায় রিনা আক্তারকে গালমন্দ করে। সোমবার দুপুরে বিষয়টি নিয়ে দুলালের ছেলে গাজী প্রকাশ গাজু রিনা আক্তারকে উদ্দেশ্য করে আবারও অনবরতভাবে গালমন্দ করতে থাকে। এ সময় রিনা আক্তার জবাব দিলে পরিকল্পিতভাবে দুলাল ও তার ছেলে গাজী, শরীফ, ভাগিনা শুভ একত্রিত হয়ে রিনার ওপর উপর্যুপরি হামলা চালায়। হামলাকারীদের লাঠির আঘাতে রিনা আক্তার তার ছোট বোন ইয়াসমিন বেগম, নাতনি নাবিহা (১৪ দিন) গুরুতর আহত হন। এসময় লাঠির আঘাত আঘাতে শিশু নাবিহার মাথা থেতলে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।
আহত ইয়াসমিন বেগম বলেন, তাদের পরিবারের কোনো পুরুষ সদস্য বাড়িতে না থাকার কারণে দুলাল ও তার দুই ছেলে ও ভাগিনা মিলে তাদেরকে বেধড়কভাবে পিটিয়ে ও মেরে আহত করেছে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নেয় হামলাকারীরা। পরে মোবাইল ফোন ফেরত দিলেও কভারের ভেতরে থাকা ৬ হাজার টাকা ফেরত দেননি তারা।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে আ.লীগের জনপ্রতিনিধিসহ ১৬ নেতাকর্মী গ্রেফতার
এ বিষয়ে জানতে অভিযুক্ত দুলালকে একাধিকবার ফোন করা হলেও রিসিভ না করায় তার বক্তব্য নেয়া যায়নি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তোহিদুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে কেউ তাকে জানায়নি। তবে ভুক্তভোগীর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।