লক্ষ্মীপুরে আ.লীগের জনপ্রতিনিধিসহ ১৬ নেতাকর্মী গ্রেফতার

৩ সপ্তাহ আগে
লক্ষ্মীপুরে আওয়ামী লীগের জনপ্রতিনিধিসহ ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) দুপুরে গ্রেফতারদের জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে শনিবার (১৯ এপ্রিল) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতাররা হলেন: দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর শাহ আলম, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র কামাল উদ্দিন খোকন, কমলনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগরসহ ১৬ জন।


আরও পড়ুন: দুলাভাইকে কুপিয়ে হত্যা মামলায় শ্যালক গ্রেফতার


লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও ৪ শিক্ষার্থী হত্যার ঘটনায় মামলায় সদর থানা এলাকা থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।


লক্ষ্মীপুর পুলিশ সুপার আকতার হোসেন বলেন, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা সবাই বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িত। গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। অন্যায়কারী কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান পুলিশ সুপার।
 

]]>
সম্পূর্ণ পড়ুন